যুগল

রবীন্দ্রনাথ ঠাকুর

ঠাকুর , তব পায়ে নমোনমঃ , পাপিষ্ঠ এই অক্ষমেরে ক্ষম , আজ বসন্তে বিনয় রাখো মম— বন্ধ করো শ্রীমদ্‌ভাগবত । শাস্ত্র যদি নেহাত পড়তে হবে গীত - গোবিন্দ খোলা হোক - না তবে । শপথ মম , বোলো না এই ভবে জীবনখানা শুধুই স্বপ্নবৎ । একটা দিনের সন্ধি করিয়াছি , বন্ধ আছে যমরাজের সমর— আজকে শুধু এক বেলারই তরে আমরা দোঁহে অমর দোঁহে অমর । স্বয়ং যদি আসেন আজি দ্বারে মান্‌ব নাকো রাজার দারোগারে— কেল্লা হতে ফৌজ সারে সারে দাঁড়ায় যদি , ওঁচায় ছোরা - ছুরি , বলব , ‘ রে ভাই , বেজার কোরো নাকো , গোল হতেছে , একটু থেমে থাকো , কৃপাণ - খোলা শিশুর খেলা রাখো খ্যাপার মতো কামান - ছোঁড়াছুঁড়ি । একটুখানি সরে গিয়ে করো সঙের মতো সঙিন ঝম - ঝমর । আজকে শুধু এক বেলারই তরে আমরা দোঁহে অমর দোঁহে অমর । ' বন্ধুজনে যদি পুণ্যফলে করেন দয়া , আসেন দলে দলে , গলায় বস্ত্র কব নয়নজলে , ‘ ভাগ্য নামে অতিবর্ষা - সম ! এক দিনেতে অধিক মেশামেশি শ্রান্তি বড়োই আনে শেষাশেষি , জান তো ভাই , দুটি প্রাণীর বেশি এ কুলায়ে কুলায় নাকো মম । ফাগুন - মাসে ঘরের টানাটানি— অনেক চাঁপা , অনেকগুলি ভ্রমর । ক্ষুদ্র আমার এই অমরাবতী— আমরা দুটি অমর , দুটি অমর । ' 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন