বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ

রবীন্দ্রনাথ ঠাকুর

কোন্‌ বাণিজ্যে নিবাস তোমার কহো আমায় ধনী , তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনি । দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণদেশে কঠিন তব নূপুর ঘেঁষে আর বসে না রইব— এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নৈব নৈব । যাবই আমি যাবই , ওগো , বাণিজ্যেতে যাবই । তোমায় যদি না পাই , তবু আর কার তো পাবই । সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাঁড়ি কোন্‌ নগর যাব , দিয়ে কোন্‌ সাগরে পাড়ি । কোন্‌ তারকা লক্ষ্য করি , কূল - কিনারা পরিহরি , কোন্‌ দিকে যে বাইব তরী অকূল কালো নীরে— মরব না আর ব্যর্থ আশায় বালুমরুর তীরে । যাবই আমি যাবই , ওগো , বাণিজ্যেতে যাবই । তোমার যদি না পাই , তবু আর কার তো পাবই । সাগর উঠে তরঙ্গিয়া , বাতাস বহে বেগে , সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে । দক্ষিণে চাই , উত্তরে চাই— ফেনায় ফেনা , আর কিছু নাই— যদি কোথাও কূল নাহি পাই তল পাব তো তবু । ভিটার কোণে হতাশমনে রইব না আর কভু । যাবই আমি যাবই , ওগো , বাণিজ্যেতে যাবই । তোমায় যদি না পাই , তবু আর কারে তো পাবই । নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা , শৈলচূড়ায় নীড় বেঁধেছে সাগর - বিহঙ্গরা । নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে , ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী— সোনার রেণু আনব ভরি সেথায় নামি যদি । যাবই আমি যাবই , ওগো , বাণিজ্যেতে যাবই । তোমায় যদি না পাই , তবু আর কারে তো পাবই । অকূল - মাঝে ভাসিয়ে তরী যাচ্ছি অজানায় আমি শুধু একলা নেয়ে আমার শূন্য নায় । নব নব পবনভরে যাব দ্বীপে দ্বীপান্তরে , নেব তরী পূর্ণ করে অপূর্ব ধন যত । ভিখারি তোর ফিরবে যখন ফিরবে রাজার মতো । যাবই আমি যাবই , ওগো , বাণিজ্যেতে যাবই । তোমায় যদি না পাই , তবু আর কারে তো পাবই । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন