সোজাসুজি

রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয় - পানে হৃদয় টানে , নয়ন - পানে নয়ন ছোটে , দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বৈ নয়কো মোটে । শুক্লসন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে— আমার বাঁশি লুটায় ভূমে , তোমার কোলে ফুলের পুঁজি । তোমার আমার এই - যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি । বসন্তী - রঙ বসনখানি নেশার মতো চক্ষে ধরে , তোমার গাঁথা যূথীর মালা স্তুতির মতো বক্ষে পড়ে । একটু দেওয়া একটু রাখা , একটু প্রকাশ একটু ঢাকা , একটু হাসি একটু শরম— দুজনের এই বোঝাবুঝি । তোমার আমার এই - যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি । মধুমাসের মিলন - মাঝে মহান কোনো রহস্য নেই , অসীম কোনো অবোধ কথা যায় না বেধে মনে - মনেই । আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু , দোঁহার মুখে দোঁহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি । মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি । ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজি নে ভাই ভাষাতীত , আকাশ - পানে বাহু তুলে চাহি নে ভাই আশাতীত । যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই— সুখের বক্ষ চেপে ধরে করি নে কেউ যোঝাযুঝি । মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি । শুনেছিনু প্রেমের পাথার নাইকো তাহার কোনো দিশা , শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা— বীণার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের তানে , শুনেছিনু প্রেমের কুঞ্জ অনেক বাঁকা গলিঘুঁজি । আমাদের এই দোঁহার মিলন নিতান্তই এ সোজাসুজি । 

সকল অধ্যায়

১. কৃষ্ণকলি
২. যথাসময়
৩. মাতাল
৪. যুগল
৫. শাস্ত্র
৬. অনবসর
৭. অতিবাদ
৮. যথাস্থান
৯. বোঝাপড়া
১০. অচেনা
১১. তথাপি
১২. কবির বয়স
১৩. বিদায়
১৪. অপটু
১৫. উৎসৃষ্ট
১৬. ভীরুতা
১৭. পরামর্শ
১৮. ক্ষতিপূরণ
১৯. সেকাল
২০. প্রতিজ্ঞা
২১. পথে
২২. জন্মান্তর
২৩. কর্মফল
২৪. কবি
২৫. বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ
২৬. বিদায়রীতি
২৭. নষ্ট স্বপ্ন
২৮. একটি মাত্র
২৯. সোজাসুজি
৩০. অসাবধান
৩১. স্বল্পশেষ
৩২. কূলে
৩৩. যাত্রী
৩৪. এক গাঁয়ে
৩৫. দুই তীরে
৩৬. অতিথি
৩৭. সম্বরণ
৩৮. বিরহ
৩৯. ক্ষণেক দেখা
৪০. অকালে
৪১. আষাঢ়
৪২. দুই বোন
৪৩. নববর্ষা
৪৪. দুর্দিন
৪৫. অবিনয়
৪৬. ভর্ৎসনা
৪৭. সুখদুঃখ
৪৮. খেলা
৪৯. কৃতার্থ
৫০. স্থায়ী-অস্থায়ী
৫১. উদাসীন
৫২. যৌবনবিদায়
৫৩. শেষ হিসাব
৫৪. শেষ
৫৫. বিলম্বিত
৫৬. মেঘমুক্ত
৫৭. চিরায়মানা
৫৮. আবির্ভাব
৫৯. কল্যাণী
৬০. অন্তরতম
৬১. সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন