রবীন্দ্রনাথ ঠাকুর
না বাঁচাবে আমায় যদি
 মারবে কেন তবে?
 কিসের তরে এই আয়োজন
 এমন কলরবে?
 অগ্নিবাণে তূণ যে ভরা,
 চরণভরে কাঁপে ধরা,
 জীবনদাতা মেতেছ যে
 মরণ-মহোৎসবে।
 বক্ষ আমার এমন ক’রে
 বিদীর্ণ যে কর
 উৎস যদি না বাহিরায়
 হবে কেমনতরো?
 এই যে আমার ব্যথার খনি
 জোগাবে ওই মুকুটমণি–
 মরণ-দুখে জাগাব মোর
 জীবন-বল্লভে।
সুরুল হইতে শান্তিনিকেতনের পথে, ২৬ ভাদ্র, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন