রবীন্দ্রনাথ ঠাকুর
আগুনের
 পরশমণি
 ছোঁয়াও প্রাণে।
 এ জীবন
 পুণ্য করো
 দহন-দানে।
 আমার এই
 দেহখানি
 তুলে ধরো,
 তোমার ওই
 দেবালয়ের
 প্রদীপ করো,
 নিশিদিন
 আলোক-শিখা
 জ্বলুক গানে।
 আগুনের
 পরশমণি
 ছোঁয়াও প্রাণে।
 আঁধারের
 গায়ে গায়ে
 পরশ তব
 সারা রাত
 ফোটাক তারা
 নব নব।
 নয়নের
 দৃষ্টি হতে
 ঘুচবে কালো,
 যেখানে
 পড়বে সেথায়
 দেখবে আলো,
 ব্যথা মোর
 উঠবে জ্বলে
 ঊর্ধ্ব-পানে।
 আগুনের
 পরশমণি
 ছোঁয়াও প্রাণে।
সুরুল, ১১ ভাদ্র, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন