রবীন্দ্রনাথ ঠাকুর
গতি আমার এসে
 ঠেকে যেথায় শেষে
 অশেষ সেথা খোলে আপন দ্বার।
 যেথা আমার গান
 হয় গো অবসান
 সেথা গানের নীরব পারাবার।
 যেথা আমার আঁখি
 আঁধারে যায় ঢাকি
 অলখ-লোকের আলোক সেথা জ্বলে।
 বাইরে কুসুম ফুটে
 ধুলায় পড়ে টুটে,
 অন্তরে তো অমৃত-ফল ফলে।
 কর্ম বৃহৎ হয়ে
 চলে যখন বয়ে
 তখন সে পায় বৃহৎ অবকাশ।
 যখন আমার আমি
 ফুরায়ে যায় থামি
 তখন আমার তোমাতে প্রকাশ।
এলাহাবাদ, ২৯ আশ্বিন, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন