রবীন্দ্রনাথ ঠাকুর
এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির-প্রাঙ্গণে
 যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে
 সায়াহ্নের শেষ আয়োজন; যে পূর্ণ প্রণামখানি
 মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী
 জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ-মুখে
 সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে
 হে মোর অতিথি যত। তোমরা এসেছ এ জীবনে
 কেহ প্রাতে, কেহ রাতে, বসন্তে, শ্রাবণ-বরিষনে;
 কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা
 এনেছিলে মোর ঘরে; দ্বার খুলে দুরন্ত ঝটিকা
 বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে
 দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে।
 আমার দেবতা নিল তোমাদের সকলের নাম;
 রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম।
এলাহাবাদ, ৩ কার্তিক-প্রভাত, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন