রবীন্দ্রনাথ ঠাকুর
এখানে তো বাঁধা পথের
 অন্ত না পাই,
 চলতে গেলে পথ ভুলি যে
 কেবলি তাই।
 তোমার জলে, তোমার স্থলে,
 তোমার সুনীল আকাশতলে,
 কোনোখানে কোনো পথের
 চিহ্নটি নাই।
 পথের খবর পাখির পাখায়
 লুকিয়ে থাকে।
 তারার আগুন পথের দিশা
 আপনি রাখে।
 ছয় ঋতু ছয় রঙিন রথে
 যায় আসে যে বিনা পথে,
 নিজেরে সেই অচিন-পথের
 খবর শুধাই।
বুদ্ধগয়া, ২৪ আশ্বিন, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন