রবীন্দ্রনাথ ঠাকুর
আমি অধম অবিশ্বাসী,
 এ পাপমুখে সাজে না যে
 ‘তোমায় আমি ভালোবাসি’।
 গুণের অভিমানে মেতে
 আর চাহি না আদর পেতে,
 কঠিন ধুলায় বসে এবার
 চরণসেবার অভিলাষী।
 হৃদয় যদি জ্বলে, তারে
 জ্বলিতে দাও, জ্বলিতে দাও।
 ঘুরব না আর আপন ছায়ায়,
 কাঁদব না আর আপন মায়ায়–
 তোমার পানে রাখব ধরে
 প্রাণের অচল হাসি।
? ১৩১৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন