রবীন্দ্রনাথ ঠাকুর
এক হাতে ওর কৃপাণ আছে
 আর  এক হাতে হার।
 ও যে    ভেঙেছে তোর দ্বার।
 আসে নি ও ভিক্ষা নিতে,
 লড়াই করে নেবে জিতে
 পরানটি তোমার।
 ও যে    ভেঙেছে তোর দ্বার।
 মরণেরি পথ দিয়ে ওই
 আসছে জীবন-মাঝে,
 ও যে আসছে বীরের সাজে।
 আধেক নিয়ে ফিরবে না রে,
 যা আছে সব একেবারে
 করবে অধিকার।
 ও যে    ভেঙেছে তোর দ্বার।
সুরুল, ১৪ ভাদ্র, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন