রবীন্দ্রনাথ ঠাকুর
প্রভু আমার, প্রিয় আমার, পরমধন হে।
 চির পথের সঙ্গী আমার চিরজীবন হে।
 তৃপ্তি আমার অতৃপ্তি মোর,
 মুক্তি আমার বন্ধনডোর,
 দুঃখসুখের চরম আমার জীবনমরণ হে।
 আমার সকল গতির মাঝে পরম গতি হে।
 নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে।
 ওগো সবার, ওগো আমার,
 বিশ্ব হতে চিত্তে বিহার–
 অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে।
৫ আশ্বিন, ১৩১৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন