রবীন্দ্রনাথ ঠাকুর
নাই কি রে তীর, নাই কি রে তোর তরী?
 কেবলি কি ঢেউ আছে তোর?
 হায় রে লাজে মরি।
 ঝড়ের কালো মেঘের পানে
 তাকিয়ে আছিস আকুল প্রাণে,
 দেখিস নে কি কাণ্ডারী তোর
 হাসে যে হাল ধরি’।
 নিশার স্বপ্ন তোর
 সেই কি এতই সত্য হল,
 ঘুচল না তোর ঘোর?
 প্রভাত আসে তোমার পানে
 আলোর রথে, আশার গানে;
 সে খবর কি দেয় নি কানে
 আঁধার বিভাবরী?
শান্তিনিকেতন, ২৪ ভাদ্র, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন