রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি আড়াল পেলে কেমনে
 এই মুক্ত আলোর গগনে?
 কেমন করে শূন্য সেজে
 ঢাকা দিলে আপনাকে যে,
 সেই খেলাটি উঠল বেজে
 বেদনে–
 আমার প্রাণের বেদনে।
 আমি এই বেদনার আলোকে
 তোমায় দেখব দ্যুলোক-ভূলোকে।
 সকল গগন বসুন্ধরা
 বন্ধুতে মোর আছে ভরা,
 সেই কথাটি দেবে ধরা
 জীবনে–
 আমার গভীর জীবনে।
শান্তিনিকেতন, ৪ ভাদ্র, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন