রবীন্দ্রনাথ ঠাকুর
যখন তোমায় আঘাত করি
 তখন চিনি।
 শত্রু হয়ে দাঁড়াই যখন
 লও যে জিনি।
 এ প্রাণ যত নিজের তরে
 তোমারি ধন হরণ করে
 ততই শুধু তোমার কাছে
 হয় সে ঋণী।
 উজিয়ে যেতে চাই যতবার
 গর্বসুখে,
 তোমার স্রোতের প্রবল পরশ
 পাই যে বুকে।
 আলো যখন আলসভরে
 নিবিয়ে ফেলি আপন ঘরে
 লক্ষ তারা জ্বালায় তোমার
 নিশীথিনী।
এলাহাবাদ, ১ কার্তিক- সন্ধ্যা, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন