রবীন্দ্রনাথ ঠাকুর
যেতে যেতে একলা পথে
 নিবেছে মোর বাতি।
 ঝড় এসেছে, ওরে, এবার
 ঝড়কে পেলেম সাথি।
 আকাশ-কোণে সর্বনেশে
 ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
 প্রলয় আমার কেশে বেশে
 করছে মাতামাতি।
 যে পথ দিয়ে যেতেছিলেম
 ভুলিয়ে দিল তারে,
 আবার কোথা চলতে হবে
 গভীর অন্ধকারে।
 বুঝি বা এই বজ্ররবে
 নূতন পথের বার্তা কবে,
 কোন্ পুরীতে গিয়ে তবে
 প্রভাত হবে রাতি।
সুরুল, ২৬ ভাদ্র- অপরাহ্ন, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন