রবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখ যদি না পাবে তো
 দুঃখ তোমার ঘুচবে কবে?
 বিষকে বিষের দাহ দিয়ে
 দহন করে মারতে হবে।
 জ্বলতে দে তোর আগুনটারে,
 ভয় কিছু না করিস তারে,
 ছাই হয়ে সে নিভবে যখন
 জ্বলবে না আর কভু তবে।
 এড়িয়ে তাঁরে পালাস না রে
 ধরা দিতে হোস না কাতর।
 দীর্ঘ পথে ছুটে কেবল
 দীর্ঘ করিস দুঃখটা তোর
 মরতে মরতে মরণটারে
 শেষ করে দে একেবারে,
 তার পরে সেই জীবন এসে
 আপন আসন আপনি লবে।
শান্তিনিকেতন, ১ আশ্বিন, ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন