কাজী নজরুল ইসলাম
কেদারা-হাম্বির – কাওয়ালি
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন।
 বনানী-কুন্তল এলাইয়া ধরণি
 কাঁদিছে পড়ি চরণে শনশন-শনশন॥
 দোলে ধূলি-গৈরিক পতাকা গগনে,
 ঝামর কেশে নাচে ধূর্জটি সঘনে।
 হর-তপোভঙ্গের ভুজঙ্গ নয়নে,
 সিন্ধুর মঞ্জীর চরণে বাজে রনরন রনরন॥
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন