অগ্রপথিক হে সেনাদল

কাজী নজরুল ইসলাম

মার্চের সুর

অগ্রপথিক হে সেনাদল, জোর কদম চল রে চল।
রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন ভাইরা মোর,
বাসি বসুধায় নব অভিযান আজিকে তোর!
রাখ তৈয়ার হাথেলিতে হাথিয়ার জোয়ান,
হানরে নিশিত পশুপতাস্ত্র অগ্নিবাণ।
কোথায় হাতুড়ি কোথা শাবল?
অগ্রপথিক রে সেনাদল, জোর কদম চল রে চল॥

কোথায় মানিক ভাইরা আমার, সাজ রে সাজ!
আর বিলম্ব সাজে না চালাও কুচকাওয়াজ!
আমরা নবীন তেজ-প্রদীপ্ত বীর তরুণ
বিপদ বাধার কণ্ঠ ছিঁড়িয়া শুষিব খুন!
আমরা ফলাব ফুল-ফসল।
অগ্রপথিক রে যুবাদল, জোর কদম চল রে চল!

প্রাণ-চঞ্চল প্রাচী-র তরুণ, কর্মবীর,
হে মানবতার প্রতীক গর্ব উচ্চশির!
দিব্যচক্ষে দেখিতেছি, তোরা দৃপ্তপদ
সকলের আগে চলিবি পারায়ে গিরি ও নদ,
    মরু-সঞ্চর গতি চপল।
অগ্র-পথিক রে পাঁওদল, জোর কদম চল রে চল॥

স্থবির শ্রান্ত প্রাচী-র প্রাচীন জাতিরা সব
হারায়েছে আজ দীক্ষা দানের সে গৌরব।
অবনত-শির গতিহীন তারা, মোরা তরুণ
বহিব সে ভার, লব শাশ্বত ব্রত দারুণ,
    শিখাব নতুন মন্ত্রবল।
রে নব পথিক যাত্রীদল, জোর কদম চল রে চল॥

আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত,
গিরি-গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত।
সৃজিব জগৎ বিচিত্রতর, বীর্যবান,
তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম-মহান
    চলমা-বেগে প্রাণ-উছল।
রে নব যুগের স্রষ্টাদল, জোর কদম চল রে চল॥
  
অভিযান সেনা আমরা ছুটিব দলে দলে
বনে নদীতটে গিরি-সংকটে জলে থলে।
লঙ্ঘিব খাড়া পর্বত-চূড়া অনিমেষে,
জয় করি সব তসনস করি পায়ে পিষে –
    অসীম সাহসে ভাঙি আগল!
না-জানা পথের নকিব-দল, জোর কদম চল রে চল॥
  
পাতিত করিয়া শুষ্ক বৃদ্ধ অটবিরে
বাঁধ বাঁধি চলি দুস্তর খর স্রোত-নীরে।
রসাতল চিরি হীরকের খনি করি খনন,
কুমারী ধরার গর্ভে করি গো ফুল সৃজন,
    পায়ে হেঁটে মাপি ধরণিতল!
অগ্র-পথিক রে চঞ্চল, জোর কদম চল রে চল॥


সকল অধ্যায়

১. সৃজন-ভোরে প্রভু মোরে সৃজিলে গো প্রথম যবে
২. পিয়ো শরাব পিয়ো
৩. কানন গিরি সিন্ধু-পার ফিরনু পথিক দেশ-বিদেশ
৪. আজ বাদে কাল আসবে কি না
৫. তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
৬. যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে
৭. কোন্ মাটিতে আমার কায়া
৮. রে অবোধ! শূন্য শুধু শূন্য ধুলো মাটির ধরা
৯. আরও নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
১০. আমারা পানের নেশার পাগল, লাল শরাবে ভর গেলাস
১১. ভোরে হাওয়া ধীরে ধীরে বোলো গো সেই হরিণীরে
১২. আজ সুদিনের আসল উষা
১৩. আসল যখন ফুলের ফাগুন
১৪. ওই লুকায় রবি লাজে মুখ হেরি মম প্রিয়ার
১৫. দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি খারাব শরাব-খোর
১৬. চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন রূপ-বিভায়
১৭. টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে
১৮. যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি
১৯. চল-চল-চল ঊর্ধ্ব-গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি-তল
২০. বাজল কি রে ভোরের সানাই
২১. আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
২২. অগ্রপথিক হে সেনাদল
২৩. জাগো জাগো অনশন-বন্দি
২৪. কোন্ অতীতের আঁধার ভেদিয়া
২৫. জাগো নারী জাগো বহ্নিশিখা
২৬. ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
২৭. আধো ধরণি আলো আধো আঁধার
২৮. বেসুর বীণায় ব্যথায় সুরে বাঁধব গো
২৯. দুলে আলো শতদল টলমল টলমল
৩০. পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা
৩১. রংমহলে রংমশাল মোরা আমরা রূপের দীপালি
৩২. আমি ছন্দ ভুল চির-সুন্দরের নাট-নৃত্যে গো
৩৩. আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
৩৪. ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৩৫. যদি শালের বন হত শালার বোন
৩৬. ডুবু ডুবু ধর্ম-তরি, ফাটল মাইন সরদা-র
৩৭. নাচে মাড়োবার-লালা, নাচে তাকিয়া
৩৮. থাকিতে চরণ মরণে কি ভয়
৩৯. বদনা-গাড়ুতে গলাগলি করে
৪০. ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৪১. পথের দেখা এ নহে গো বন্ধু
৪২. পথিক ওগো চলতে পথে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন