কাজী নজরুল ইসলাম
কীর্তন
যদি    শালের বন হত শালার বোন,
আর     কনে বউ হত ওই গৃহের কোণ!
ছেড়ে যেতাম না গো,
আখর    আমি থাকিতাম পড়ে শুধু খেতাম না গো!
আমি ওই বনে যে হারিয়ে যেতাম!  
ওই বৃন্দাবনে চারিয়ে যেতাম!  
ওই মাকুন্দ হত যদি কুন্দবালা,  
হত দাড়িম্ব-সুন্দরী দাড়িওয়ালা!  
     আমি ঝুলে যে পড়িতাম!
আখর      দাড়ি ধরে ঝুলে যে পড়িতাম!  
দুগ্গা বলে আমি ঝুলে যে পড়িতাম!
হত     চিমটি শালির যদি বাবলা কাঁটা,
আর    শর বন হত তার খ্যাংরা ঝাঁটা!
দুয়ারকি     বিষ ঝেড়ে যে দিত তোর  
খ্যাংরা মেরে বিষ ঝেড়ে যে দিত তোর!
যদি একই শালি দিলে গো মা কালী,
সে যদি শালি নয় শালি নয় সে যে বিশালী, মা!
বিশাল বপু তার বিশালী কালিমা!
   (শালি নয়, শালি নয়!)
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন