কাজী নজরুল ইসলাম
ওমর খৈয়াম-গীতি
 কালাংড়া – আদ্ধাকাওয়ালি
কোন্ মাটিতে আমার কায়া
 সৃজিলে হায় প্রভু মোর।
 মসজিদে মোর ঠাঁই নাহি পাই,
 সকল দেউল বন্ধ-দোর॥
 ফিরি নগর-নারীর মতো
 কাফের দরবেশ বদ-নসিব,
 নাই বেহেশ্তের আশা আমার,
 দীন ও দুনিয়া শত্রু ঘোর॥
 বেড়াই শ্রীহীন, দেয় অভিশাপ
 যে হেরে সেই আমারে,
 রূপ-পূজারি ভুলতে নারি
 মোর প্রতিমার মুখ কিশোর।
 চাইব শরাব, প্রিয়ার অধর,
 মরব যেদিন পানশালায়,
 কোথায় নরক, কোথায় স্বরগ,
 শরাব-নেশায় রইব ভোর॥
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন