তরুণ প্রেমিক! প্রণয়-বেদন

কাজী নজরুল ইসলাম

ওমর খৈয়াম-গীতি
ভৈরবী – কাওয়ালি

তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
জানাও জানাও বে-দিল প্রিয়ায়।
ওগো বিজয়ী! নিখিল-হৃদয়
করো করো জয় মোহন মায়ায়॥
নহে ওই এক হিয়ার সমান
হাজার কাবা হাজার মসজিদ
কী হবে তোর কাবার খোঁজে,
আশয় তোর খোঁজ হৃদয়-ছায়ায়॥
প্রেমের আলেয়া যে দিল রৌশন
যেথায় থাকুক সমান তাহার –
খোদার মসজিদ, মূরত্-মন্দির,
ঈশাই-দেউল ইহুদ-খানায় ॥
অমর তার নাম প্রেমের খাতায়
জ্যোতির্লেখায় রবে লেখা,
নরকের ভয় করে না সে,
থাকে না সে স্বরগ-আশায়॥

সকল অধ্যায়

১. সৃজন-ভোরে প্রভু মোরে সৃজিলে গো প্রথম যবে
২. পিয়ো শরাব পিয়ো
৩. কানন গিরি সিন্ধু-পার ফিরনু পথিক দেশ-বিদেশ
৪. আজ বাদে কাল আসবে কি না
৫. তরুণ প্রেমিক! প্রণয়-বেদন
৬. যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে
৭. কোন্ মাটিতে আমার কায়া
৮. রে অবোধ! শূন্য শুধু শূন্য ধুলো মাটির ধরা
৯. আরও নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
১০. আমারা পানের নেশার পাগল, লাল শরাবে ভর গেলাস
১১. ভোরে হাওয়া ধীরে ধীরে বোলো গো সেই হরিণীরে
১২. আজ সুদিনের আসল উষা
১৩. আসল যখন ফুলের ফাগুন
১৪. ওই লুকায় রবি লাজে মুখ হেরি মম প্রিয়ার
১৫. দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি খারাব শরাব-খোর
১৬. চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন রূপ-বিভায়
১৭. টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে
১৮. যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি
১৯. চল-চল-চল ঊর্ধ্ব-গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি-তল
২০. বাজল কি রে ভোরের সানাই
২১. আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
২২. অগ্রপথিক হে সেনাদল
২৩. জাগো জাগো অনশন-বন্দি
২৪. কোন্ অতীতের আঁধার ভেদিয়া
২৫. জাগো নারী জাগো বহ্নিশিখা
২৬. ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
২৭. আধো ধরণি আলো আধো আঁধার
২৮. বেসুর বীণায় ব্যথায় সুরে বাঁধব গো
২৯. দুলে আলো শতদল টলমল টলমল
৩০. পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা
৩১. রংমহলে রংমশাল মোরা আমরা রূপের দীপালি
৩২. আমি ছন্দ ভুল চির-সুন্দরের নাট-নৃত্যে গো
৩৩. আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
৩৪. ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৩৫. যদি শালের বন হত শালার বোন
৩৬. ডুবু ডুবু ধর্ম-তরি, ফাটল মাইন সরদা-র
৩৭. নাচে মাড়োবার-লালা, নাচে তাকিয়া
৩৮. থাকিতে চরণ মরণে কি ভয়
৩৯. বদনা-গাড়ুতে গলাগলি করে
৪০. ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
৪১. পথের দেখা এ নহে গো বন্ধু
৪২. পথিক ওগো চলতে পথে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন