কাজী নজরুল ইসলাম
ভৈরবী-আশাবরি-ভূপালি – কাহারবা
রংমহলে রংমশাল মোরা আমরা রূপের দীপালি।
 রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফালি॥
রূপের দেউলে আমি পূজারিনি
 রূপের হাটে মোর নিতি বিকিকিনি,
 নৌবতে আমি প্রাতে আশাবরি,
 আমি সাঁঝে কাঁদি ভূপালি॥
আমি শরম-রাঙা চোখের নেশা
 লাল শরাব আমি আঙুর-পেশা
 আঁখি-জলে গাঁথা আমি মোতি-মালা,
 দীপাধারে মোরা প্রাণ জ্বালি॥
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন