কাজী নজরুল ইসলাম
ওমর খৈয়াম-গীতি
 ভৈরোঁ – কাওয়ালি 
পিয়ো শরাব পিয়ো!
 তোরে দীর্ঘ সে কাল গোরে হবে ঘুমাতে
 সে  তিমির-পুরে
 তোর বন্ধু স্বজন প্রিয়া রবে না সাথে॥
 পিয়ো নিমেষ-মধু!
 পুনঃ গাহিব না কাল আজি যে গীত গাহি।
 শোনো শোনো মোর গান –
 ‘রাতে শুকাল যে গুল হাসিবে না সে প্রাতে’
 ওরা কহিছে সদাই –
 ‘পাবি মোহিনী হুরি’, শোনো আমার বাণী –
 ‘ওরে মধুরতর  
 এই আঙুর-পানি এই পানশালাতে॥
 ধর নগ্দা যা পাস,
 মিছে রসনে বসে বাকি পাওনা-আশায়,
 দূরে মৃদং বাজে
  শুধু ফাঁকা আওয়াজে তোর মন ভোলাতে’॥
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন