কাজী নজরুল ইসলাম
রামকেলি – ঠুংরি
ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি
 চুম হেনে নয়ন-পাতে।
 ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা
 গুণ্ঠিতারে শুনাতে॥
 হিম-শিশিরে মাজি তনুখানি
 ফুল-অঞ্জলি আনো ভরি দুই পাণি,
 ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি
 বিশ্ব-সুষমা সভাতে॥
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন