কাজী নজরুল ইসলাম
দীওয়ান-ই-হাফিজ গীতি
 ইমন-মিশ্র – কাওয়ালি
চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন রূপ-বিভায়।
 অপরূপ সে হল তোমার চিবুক গালের টোল খাওয়ায়॥
 তোমার রূপের পিয়াসি প্রাণ এল হেরো অধর-তীর,
 জানাও আদেশ, ফিরুক সে প্রাণ, নয় বুঝি সে ছেড়ে যায়॥
শেয়্র :
 কখন মঞ্জুর হবে প্রভু, এই ব্যথিতের আর্জি পেশ।
 কোন মোহানায় এক হবে মোর হৃদয় ও তার আকুল কেশ।
 নাই গো তাহার শান্তি ও সুখ হেরল যারে ওই আঁখি,
 তাহার চেয়ে চটুল ও-চোখ পর্দাতেই রাখো ঢাকি।
 রক্ত-রাঙা পথ হতে মোর বাঁচিয়ে চলো নীল আঁচল,
 তোমার প্রেমের শহিদ অনেক রাঙিয়েছে ওই পথতল॥
ফুল্লমুখী ফুলের তোড়া পাঠিয়ে দিয়ো ভোর-বায়ে,
 তোমার দেশের ফুল-কাননের গন্ধ পাব সেই হাওয়ায়॥
 প্রার্থনা তার জানায় হাফিজ – শুননেওয়ালা কও, ‘আমিন’
 প্রিয়া আমার মৌ-মিঠে তার চুনির ঠোঁটের চুম বিলায়॥
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন