পরিশিষ্ট-খ
স্পেনে মুসলিম শাসকদের বংশানুক্রমিক তালিকা
নাম রাজত্বকাল প্রাসঙ্গিক তথ্য
তারিক বিন জিয়াদ (জুলাই ৭১১-মার্চ ৭১২ খ্রীঃ) স্পেন বিজেতা মুসা বিন নুসায়ের (মার্চ ৭১২-জানু, ৭১৪ খ্রীঃ)। আব্দুল আজিজ বিন মুসা। (৭১৪-৭১৬ খ্রীঃ)। সেভিল রাজধানী ছিল আইয়ুব বিন হাবিব আল (৭১৬-খ্রীঃ)। সেনাদের দ্বারা নির্বাচিত লাক্ষী (মুসার ভাগ্নে) আল-হুর বিন আবদুর (৭১৬-৭১৮ খ্রীঃ) রহমান আল-থাকাফী আল-সাম বিন মালিক (৭১৯-৭২১ খ্রীঃ) সেভিল হইতে কর্ডোভায় আল খাওলানী
সরকারী দপ্তর স্থানান্তর। আবদুর রহমান বিন (৭২১-খ্রীঃ)। সেনাবাহিনী কর্তৃক ৬ মাসের জন্য নির্বাচিত আবদুল্লাহ আল-গাফিকী আনবাসা বিন সাহিম-আল (৭২১-৭২৫ খ্রীঃ) কালবী।
আদরা বিন আবদুল্লাহ (৭২৫ খ্রীঃ) সেনাবাহিনী কর্তৃক কয়েক মাসের জন্য নির্বাচিত ১০. ইয়াহিয়া বিন সালমা আল (৭২৫–৭২৬ খ্রীঃ) কালবী।
সেনাবাহিনী কর্তৃক ৫ মাসের জন্য নির্বাচিত
১১. উসমান বিন আলী উবায়দা (৭২৬–৭২৭ খ্রীঃ)। ১২. উসমান বিন আবী নাস (৭২৭-৭২৮ খ্রীঃ)।
আল-কাছিমী হাদিফাহ বিন আল-আহয়াজ
আল-কাইসী। (৭২৮—৭২৯ খ্রীঃ)। ১৪. আল-হাতেম বিন উবায়েদ (৭২৯-৩০ খ্রীঃ)
আল-কালাবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ (৭৩০ খ্রীঃ) আল-আশজি আব্দুর রহমান বিন (৭৩০–৭৩২ খ্রীঃ)
আব্দুল্লাহ আল-গাফিকী ১৭. আব্দুল মালিক বিন আল (৭৩২৭৩৪ খ্রীঃ)
খাতান আল-ফিহরী ১৮. ওকবাহ বিন আল হাজ্জাজ (৭৩৪–৭৪১ খ্রীঃ)
২য় বার খলিফা কর্তৃক নিয়োগকৃত
নাম রাজত্বকাল (৭৪১ খ্রীঃ)। প্রাসঙ্গিক তথ্য ২য় বার সেনাবাহিনী কর্তৃক নির্বাচিত
১৯. আব্দুল মালিক বিন আল
বাতান আল-ফিহরী ২০. বালজ বিন বাশার আল-
(৭৪১-৭৪২ খ্রীঃ)।
সেনাবাহিনী কর্তৃক নির্বাচিত
কুশায়রী
(৭৪২-৭৪৩ খ্রীঃ)
সেনাবাহিনী কর্তৃক নির্বাচিত
(৭৪৩৭৪৫ খ্রীঃ)
তালাবা বিন সালামাহ
আল-আমিলী ২২. হাসন বিন দারুর আল
কালবী (আবুল খাত্তার) ২৩. তৈয়ুবা বিন সালামাহ
আল-হাদ্দানি ২৪. ইউসুফ বিন আবদুর রহমান
(৭৪৫-৭৪৭ খ্রীঃ)।
সেনাবাহিনী কর্তৃক তাহার নির্বাচন দাপ্তরিক ভাবে স্থায়ীকরণ। মুজারীদের দ্বারা নির্বাচিত
(৭৪৭ মে—৭৫৬ খ্রীঃ)
আল-ফিহরী
(৭৫৬-১০৩১ খ্রীঃ/১৩৮-৪২২ হিঃ)
হিশাম (দামেস্কের খলিফা)।
মুয়াবিয়া
ইয়াহিয়া (১) আব্দুর রহমান ১ম আল-আওয়াল (অন্যপুত্র)।
(৭৫৬-৮৮ খ্রীঃ/১৩৮-৭২ হিঃ)।
সুলায়মান
আব্দুল্লাহ
(২) হিশাম ১ম (আব্দুল ওয়ালিদ
৭৮৮-৯৬ খ্রীঃ (১৭২-৮০ হিঃ)
(৩) হাকাম ১ম (আবুল মুজাফফার আল-মুর্তাজা)
৭৯৬-৮৮২ খ্রীঃ (১৮০-২০৬ হিঃ) (৪) আব্দুর রহমান ২য় আল-আওসাদ।
৮২২-৫২ খ্রীঃ (২০৬-৩৮ হিঃ)
অন্যান্য পুত্রগণ
(৫) মুহাম্মদ ১মই ৮৫২-৮৬ খ্রীঃ (২৩৮-৭৩ হিঃ)
(৬) মুঞ্জির (৮৮৬-৮৮ খ্রীঃ/২৭৩-৭৫ হিঃ)
(৭) আব্দুল্লাহ (৮৮৮-৯১২ খ্রীঃ/২৭৫-৩০০ হিঃ)
মুহাম্মদ মুজাফফার
(৮) আব্দুর রহমান ৩য় (আল-নাসির লিদীনিল্লাহ)
(৯১২-৬১ খ্রী:/৩০০-৫০ হিঃ)
ওবায়দুল্লাহ আব্দুর রহমান
(১৮) মুহাম্মদ ৩য় (আল-মুস্তাকফিবিল্লাহ) (১০২৪-২৫ খ্রীঃ/৪১৪-১৬ হিঃ)
আব্দুল মালিক (৯) হাকাম ২য় (আল-মুন্তানসির বিল্লাহ)। মুহাম্মদ
৯৬১-৭৬ খ্রীঃ (৩৫০-৬৬ হিঃ)। (১৯) হিশাম ৩য়
(১০) হিশাম ২য় (আল-মুয়ায়িদ বিল্লাহ) (আল-মুত্তাদবিল্লাহ)
(১) ৯৭৬-১০০৯ খ্রীঃ (৩৬৬-৯৯ হিঃ) (১০২৭-৩১ খ্রীঃ/৪১৮-২১ হিঃ) ] (২) ১০১০ খ্রীঃ (৪০০-৪০১ হিঃ).
(১৪) আব্দুর রহমান ৪র্থ (আল মুর্তজা
১০১৮ খ্রীঃ (৪০৮ হিঃ)। সুলয়মান ..
আব্দুল জব্বার
সুলমান
হিশাম
হাকাম
(১৭) আব্দুর রহমান ৫ম। (আল মুস্তাজহির বিল্লাহ) ১০২৩-৪ খ্রীঃ (৪১৪ হিঃ)
(১১) মুহাম্মদ ২য় (আল-মাহদি) – (১) ১০০৮ খ্রীঃ (৩৯৯ হিঃ), (২) ১০০৯ খ্রীঃ (8ob হিঃ)।
(১২) সুলায়মান (আল মুস্তাইন বিল্লাহ)। (১) ১০০৯ খ্রীঃ (৪০০ হিঃ)। (২) ১০১২-১৫ খ্রীঃ (৪০৩-৭ হিঃ)
উমাইয়া
উবায়দুল্লাহ
মুহাম্মদ
… (১৩) আলী বিন হাম্মাদ (ইদ্রিস, আল-নাসির).
১০১৫-১৭ খ্রীঃ (৪০৫-৮ হিঃ)*
(১৫) কাসিম বিন হাম্মাদ আল-মামুন (১) ১০১৮-২১ খ্রীঃ (৪০৮-১২ হিঃ) (২) ১০২২-২৩ খ্রীঃ (৪১৩-১৪ হিঃ
(১৬) ইয়াহিয়া বিন আলী বিন হাম্মাদ (১) ৪০২১-২২ খ্রীঃ (৪১২-১৩ হিঃ) (২) ১০২৫-২৭ খ্রীঃ (৪১৬-১৮ হিঃ)
১। কর্ডোভার জাওহাবিদ বংশ (১০৩১-১০৭০ খৃঃ)
আবুল হাজম ইবনে জাওহার (১০৩১-৪৩ খ্রীঃ)
আবুল ওয়ালিদ ইবনে জাওহার (১০৪৩-৬৪ খ্রীঃ)
আব্দুর রহমান
আব্দুল মালিক (১০৬৪-৭০ খ্রীঃ)
২। আলজেসিরাস ও মালাগার বনু হাম্মাদ বংশ (১০১০-১০৫৭ খ্রীঃ)
শেখ হাম্মাদ বিন মায়মুন।
(২) আল কাসেম (ক) ১০১৮-১৯২১ খ্রীঃ) (খ) ১০২২-১০২৫ খ্রীঃ)
(১) আলী (আমিরুল মুমেনীন)
(১০১০-১০১৮ খ্রীঃ)
হাসান
(৯) আলজেসিবাসে মুহাম্মদ ১ম ১০৩৫-১০৪৮৯ খ্রীঃ
(৩) ইয়াহিয়া ১ম (১) ১০২১ খ্রীঃ (২) ১০২৫-৩৫ খ্রীঃ
(৪) মালাগাতে ইদ্রিস (১ম) ১০৩৫-৩৯ খ্রীঃ
অন্য ৫জন।
হিশাম
(১০) কাসেম ১ম ১০৪৮৯-৫৩ খ্রীঃ
(৭) ইদ্রিস ২য় (১) ১০৪৩-৪৭ খ্রীঃ এবং (২) ১০৫৩-৫৫খ্রীঃ
(৬) হাসান ১০৩৯-৪১ খ্রীঃ
(১২) মুহাম্মদ ২য় (১০৫৫-৫৭ খ্রীঃ
হাসান
(৫) ইয়াহিয়া ২য় (১০৩৯ খ্রীঃ (২) ইদ্রিস ৩য় (১০৫৩ খ্রীঃ
(৮) মুহাম্মদ ১ম (১০৪৭-৫৩ খ্রীঃ
আব্দুল্লাহ
৩। গ্রানাডার বজিরি বংশ (১০১২-১০৯০ খ্রীঃ
জিরি
মেকশান
(১) জাওয়ী (১০১২-১৯ খ্রীঃ
(২) আব্দুস ১০১৯-৩৮ খ্রীঃ
(৩) বাদিস ১০৩৮-৭৩ খ্রীঃ
৪(ক) গ্রানাডাতে আব্দুল্লাহ (১০৭৩-৯০ খ্রীঃ)
৪(খ) মালাগাতে তামিম (১০৭৩-৯০ খ্রীঃ)
৪। আলমেরিয়া, মুরসিয়া, দেনিয়া এবং বেলিয়ারিক দ্বীপপুঞ্জে
শ্লাভ শাসকগণ (সি ১০১৩-১১১৫ খ্রীঃ ]
(ক) আলমেরিয়াতে খায়রান (খ) মুরসিয়াতে জুবায়ের (গ) দেনিয়া ও বেলিয়ারিক (ঘ) এবং (মৃ. ৪১৯/১০২৮) (মৃ. ৪২৯/১০৩৮) দ্বীপপুঞ্জে মুজাহিদ অন্যান্যরা
(মৃ. ৪৩৬/১০৪৫)
৫। সারাগোসাতে বনুহুদ বংশ (১০১০-১১১৮ খ্রীঃ)
আলমুঞ্জির (মৃ. ১০২৩ খ্রীঃ)। (৩য় আব্দুর রহমানের সময়ে সারাগোসার তুজবিদ গভর্ণর মুহাম্মদ
হাশিমের মহান দৌহিত্র)।
ইয়াহিয়া (১০২৩-২৯ খ্রীঃ)] মুঞ্জির ২য় (১০২৯-৩৯ খ্রীঃ লেরিদার গভর্ণর আব্দুল্লা কর্তৃক নিহত)।
আবু আইয়ুব সুলায়মান বিন মুহাম্মদ বিন হুদ (মুতাসিম ১ম, ১০৩৯-৪৬ খ্রীঃ)
আহম্মদ আল-মুকতাদির (১০৪৬-৮১ খ্রীঃ)।
ইউসুফ আল-মুতামান (১০৮১-৮৫ খ্রীঃ)।
আহম্মদ আল-মুস্তাইন ২য় (১০৮৫-১১১০ খ্রীঃ) আহম্মদ আল-মুক্তাদিরের দৌহিত্র
আব্দুল মালিক ইমাদুদদৌলা (১১১০-১৮ খ্রীঃ)
৬। টলেডোতে বনু দাহুলনান বংশ (১০৩৫-১০৮৫ খ্রীঃ)
আব্দুর রহমান বিন আমীর বিন মুতাররীফ বিন দাহুল নান
ইসমাইল আল-জাফির (১০৩৬-১০৪৩/৪ খ্রীঃ)
আবুল হাসান ইয়াহিয়া আল মামুন (১০৪৩-৭৫ খ্রীঃ)।
ইসমাঈল
ইয়াহিয়া আল-কাদির (১০৭৫-৮৫ খ্রীঃ)
৭। সেভিলে বনু আব্বাদ বংশ (১০২৩-১০৯১ খ্রীঃ)
কাজী ইসমাঈল (আব্বাদের মহান দৌহিত্র)।
আবুল কাসেম মুহাম্মদ ১ম (১০২৩-৪২ খ্রীঃ)
ইসমাঈল (১০৩৯ খ্রীঃ নিহত)
আবু আমর আব্বাদ আল-মুত্তাদিদ বিল্লাহ
(১০৪২-৬৯ খ্রীঃ) আবুল কাসেম মুহাম্মদ ২য় (আল-মুত্তামিদ (১০৬৯-৯১ খ্রীঃ)
১। স্পেনে মরক্কোর মুরাবিতুন বংশ (১০৯১-১১৪৭ খ্রীঃ) (১) আব্দুল্লাহ বিন ইয়াসিন (মৃঃ ২০৫৯ খ্রঃ, শিষ্যবৃন্দ কর্তৃক উত্তরাধিকারী নির্ধারণ)
(২) আবু বকর বিন উমর (১০৫৯-১০৬১ খ্রীঃ) চাচাকর্তৃক উত্তরাধিকারী নির্ধারণ
[(৩) ইউসুফ বিন তাশফিন (১০৬১-১১০৭ খ্রীঃ)।
(৪)আলী (১১০৭-৪৩ খ্রীঃ)
(৫) তাশুফিন (১১৪৩-৪৫ খ্রঃ)
(৭) ইসহাক (১১৪৬-৪৭ খ্রীঃ) (৬) ইব্রাহিম (১১৪৫ খ্রীঃ) ২। স্পেনে মরক্কোর মুয়াহিদুন বংশ (১১৪৭-১২২৮ খ্রীঃ) আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন তুমার্ত আল-মাহদি। (১১২১/২২-১১২৮ খ্রীঃ, শিষ্যবৃন্দ কর্তৃক উত্তরাধিকারী নির্ধারণ
আব্দুল্লাহ-মুমিন বিন আলী, আমিরুল-মুমেনিন (১১২৮-৬৩ খ্রীঃ)
আবু মুহাম্মদ আব্দুল্লাহ আবু ইয়াকুব ইউসুফ ১১৬৩ খ্রীঃ সিংহাসন দ্রুত পুত্র (আমিরুল মুমেনিন, ১১৬৩-৮৪ খ্রাঃ)
আবু ইউসুফ ইয়াকুব আল-মনসুর বিল্লাহ
(১১৮৪-৯৯ খ্রীঃ) মুহাম্মদ আল-নাসির লিদিনিল্লাহ
(১১৯৯-১২১৩ খ্রীঃ) ইউসুফ আবু ইয়াকুব আল-মুস্তানসির বিল্লাহ
(১২১৪-২৪ খ্রীঃ) আব্দুল ওয়াহিদ আল-মাখলু (১২২৪ খ্রঃ)
আবু মুহাম্মদ আল-আদিল আবু আলী ইদ্রিস আল-মামুন (আমিরুল মুমেনিন) (১২২৭-৩২ খ্রীঃ) (মৃতঃ ১২২৭ খ্রীঃ) (১২২৮ খ্রীঃ স্পেন তাহার হাতছাড়া হয় এবং তাহার ৪ জন
উত্তরাধিকারী ১২৬৯ খ্রীঃ পর্যন্ত মরক্কো শাসন করেন)
(১২৩২-১৪৯২ খ্রীঃ)
আহম্মদ বিন নসর।ইউসুফ
(১) আবু আব্দুল্লাহ মুহাম্মদ ১ম
ইসমাঈল (১২৩২-৭৩ খ্রীঃ) (২) আবু আব্দুল্লাহ মুহাম্মদ ২য়
ফারাজ (১২৭৩-১৩০২ খ্রীঃ) (৫) আবুল ওয়ালিদ
মুহাম্মদ ইসমাঈল (১৩১৪-২৫ খ্রীঃ) (৩) মুহাম্মদ ৩য় (৪) আবুল জয়েস নসর
ইসমাঈল আল-মাখলু
(১৩০৯-১৪ খ্রীঃ) (১৩০২-১৩০৯ খ্রীঃ)।
(১০) আবু সায়িদ
মুহাম্মদ ৬ষ্ঠ (১৩৬০-৬২) (৬) আবু আব্দুল্লাহ
(৭) আবুল হাজ্জাজ।
কন্যা মুহম্মদ ৪র্থ।
ইউসুফ ১ম আমর ইবনুল মাওলকে (১৩২৫-৩৩ খ্রীঃ) (১৩৩৩-৫৪ খ্রীঃ)বিবাহ করেন।
(৮) মুহম্মদ ৫ম
(৯) ইসমাইল ২য় (আল-গনিবিল্লাহ (১৩৫৪-৫৯ খ্রীঃ) এবং (১৩৫৯-৬০ খ্রীঃ)
(১৬) ইউসুফ ৪র্থ (১৩৬২-৯১ খ্রীঃ)।
(১৪৩২ খ্রীঃ) নসর
(২) আবুল হাজ্জাজ ইউসুফ ২য়
(১৩৯১-৯২ খ্রীঃ)। (১৫) মুহাম্মদ ৯ম (১৪২৭-২৯ খ্রীঃ)।
আমীর আলী। (১২) মুহাম্মদ ৭ম। (১৩) আবু আব্দুল্লাহ ইউসুফ ৩য়
(১৩৯২-১৪০৮ খ্রীঃ) (১৪০৮-১৪১৭ খ্রীঃ) (১৮) সাদ (১৪৫৫-৬৫ খ্রীঃ)।
উসমান (২১) আবু আব্দুল্লাহ মুহাম্মদ-১২ (১৯) আবুল হাসান আলী। (১৪৮৩-৮৭ খ্রীঃ)
(১৪৬৫-৮২ খ্রীঃ) এবং
(১৪৪৫-৫৫ খ্রীঃ) ১৪৮৩ খ্রীঃ
(১৪) মুহাম্মদ ৮ম (২০) আবু আব্দুল্লাহ মুহাম্মদ ১১দশ (আল-আয়তার)। বোয়াবদিল (১৪৮২-৮৩ খ্রীঃ এবং (১৪১৭-২৭ খ্রীঃ, ১৪২৯-৩২ খ্রীঃ ১৪৮৭-৯১ খ্রীঃ এবং ১৪৩২-৪৫ খ্রীঃ)
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন