জীবনানন্দ দাশ
আমাদের সাহস হারায়ে গেছে বহুদিন পুলিশের ব্যাটনের তলে নুয়ে থেকে
ফুটবল—গ্রাউন্ডের কাছে ব’সে শকুন চরানো নীল এশিয়ার দুপুরবেলায়
সোডা লেমনেড ভিনো আইসক্রিম জিজ্ঞার বিক্রি করি বিড়ির ধোঁয়ায় মুখ ঢেকে
ঢাউস ঘুড়ির মতো মনে হয় পৃথিবীটা লাল রঙে দুপুরের আকাশে লাফায়।
চারিদিকে জাঞ্জিবর সমুদ্রের কলরব একটি লবঙ্গ নারীর তরে যেন
শানিত জলের বিম্ব—অগণন ছুটে আসে সমস্ত কাবুলজোড়া চকচকে
অসির মতন
কে সে নারী? সে কি নারী? সে কি টাকা? সে কি যশ? সে কি এই শরীরের
সমতা সফেন
কবিতার মতন তার হাড় থেকে মাঝে মাঝে মহাব্যোমে উড়ে যায় এইসব গাঢ়
উদ্বোধন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন