যদিও রয়েছি বেঁচে

জীবনানন্দ দাশ

যদিও রয়েছি বেঁচে ১৯৩৮—এ আজো মোরা—
তবু আমাদের জন্ম যেন হয়েছিল কোনো এক ধূসর শতকে—মধ্যযুগে—
দেহের আরাম দিতে গিয়ে মোরা বিদ্বানের জন্ম দিতে পারি নাই
 অনুভব করিয়াছি—পৃথিবীতে ঢের নদী আছে
(আজ মনে হয় পীত স্ফীত মুখ বগলার কুলোর বাতাস)
অনুভব করিয়াছি একদিন—কোথাও মুকুর আছে—
 সেইখানে মুখ দেখে নিলে
অস্তগিরির পড়ন্ত সূর্যকে—ব্যথা নয়—অমোঘ ইশারা ব’লে মনে হবে
 সে সীমাহীন কৌম নীলিমার।
তারপর মনে হ’ল স্ফীত। স্ফীতস্তন দানবীর স্যাডিজম
 যেইখানে মুকুরের বিভা ছিল
 সেইখানে অবোধ ফাটলে বিচূর্ণ হয়ে
গ্রাম গ্রামান্তরের মূঢ় সূতিকাঘরের সদ্যঃপাতি শিশুদের মতো
 লক্ষ লক্ষ কাচের কণিকা
 শতাব্দীর ছবি ধরে আছে আজ।
আমরা মুকুর তবু গড়িব না আর
 মুকুরের আভা ছিল?—
আমাদের বিশ্বাসের স্বাদ বহুদিন বেঁচে থেকে হয়ে গেছে কৃমিঘন
 এই পৃথিবীতে ঢের নদী ছিল একদিন (বিশাখা, শতদ্রু, রাভি, রেবা, তাপ্তি)
সেইখানে শুষ্ক খাদে—বালুর ভিতরে ক্যাম্পে বসে থেকে সারাদিন
আমরা দেখিতে আছি বুনোহাঁস সূর্যবিম্বের দিকে উড়ে যেতে যেতে
 হয়ে গেল স্ফটিকের মতো আলো—লাল মরু, নীল জল
 তবুও মৈথুন, ভয়, অসময়—শাবকের তরে গুণাগার রেখে মৃত্যু।

এইসব আধোবিস্মৃতির দেশ; মাথার উপরে নীল বায়ুর ভিতরে।
 তবু এরা পরম্পরা
আমাদের দ্রুত মৃত্যু দ্রুততম ব্যক্তির, শ্লথ মৃত্যু মন্থরের
 ব্যক্তি শুধু, মানবিক কোনো সংঘটন নয়।
কারা আলো আর অন্ন রেখে গেছে
 অন্ধকার গুমোটের রাত দেখে?
 জল রেখে গেছে? ক্ষুৎপিপাসায় কামুকের মতো দেহ প্রশ্নপূর্ণ করে ফেলে
আকাশ এসেছে (শুধু) নেমে আমাদের কাঁধের উপরে—নির্বান্ধব শবের মতন
 আমাদের ভারবাহী উট জেনে
আমাদের শেষযাত্রা এইসব আত্তিলার অধিকৃত পৃথিবীর দ্রাঘিমায়
 উত্তোলিত গ্রীবা নিয়ে অভিভূত বায়ু—জন্তুদের মতো
 যেন এক নিঃসংশয় যোজনায়।
আমাদের ট্যাঁক থেকে কয়েকটা মর্মরের ডিম বালুর উপরে খসে গেল
 উটের বিষ্ঠার নীচে
 মৃত বেদুইনদের নিষ্ঠাহীন চোয়ালের ফাঁপরে বিষম খেয়ে ডুবে গেল;
 ডুবে যাক।
তবু, আমাদের তরে এই সব বুদ্ধমূর্তি আজো লোল, লীলাময়—
 আজো কৃকলাস ডিম—
আমরা মুকুর, তবু, গাড়িতে পারি না আর।

সকল অধ্যায়

১. কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়
২. জীবনের সাথে আমাদের রূঢ় পরিচয় হয়েছিল
৩. না জানি কী সব মঙ্গলের দিকে চেয়ে
৪. কোথাও অনেক দূর যেতে হবে
৫. হয়তো বা কোনো দূর পিরামিড দেখা যাবে
৬. আবার নতুন করে পৃথিবীরে বানাবার অধিকার আমাদের নেই
৭. আমাদের সাহস হারায়ে গেছে বহুদিন
৮. যদিও রয়েছি বেঁচে
৯. এই এত পুরোনো নগরী
১০. যেন কোনো যাদুঘরে ঘুমায়েছে
১১. ঢের দূর থেকে বন্ধুজনারে চেনা যায়
১২. মনে হয় যেন মূল চাহুনিতে দিনরাতগুলো ছেঁকে
১৩. সময়কে ধরে রাখা মহা দায়
১৪. সূর্যের আলো মেটায় খোরাক কার
১৫. রজনীর অন্ধকার এইরকম
১৬. অমোঘ আঁধার রাতে
১৭. কৃষ্ণ যজুর্বেদ যারা রচেছিল একদিন
১৮. আমার হৃদয়ে প্রেম কার্তিকের বটের মতন
১৯. কালো মখমল দস্তানার মতো ধীরে ধীরে আসে
২০. আমাদের প্রভু বীক্ষণ দাও
২১. অন্ধকারে আমাদের ইন্দ্রনীল খুঁড়িতেই পাওয়া গেল
২২. আমাদের অশ্রু শিশিরিত হলুদ পাতার থেকে নয়
২৩. আমার হৃদয়ে নব নব প্রত্যাশার দূত
২৪. আমার হৃদয়ে রক্ত থেকে কোনো এক প্রদীপকে জ্বালি আমি
২৫. হিমের কুয়াশা নাকে
২৬. আমিও তো মশাল ধরেছি
২৭. তখন সকল প্রেম মরে যাবে
২৮. ওইখানে বনানীর তৃণ
২৯. ঢের কবি মরে গেছে সচকিত হয়ে যেন নিশীথের ভূতের মতন
৩০. সেদিন—সারাটা দিন—অনেক শ্মশানে
৩১. কবে চণ্ডীদাস মরে গেছে
৩২. স্ট্রেচারের ‘পরে শুয়ে কুয়াশা ঘিরিছে বুঝি
৩৩. সান্ত্বনার কথা ঢের ভাবা গেছে আঁধার রভসে
৩৪. এইখানে কাকজ্যোৎস্না
৩৫. প্রথম যৌক্তিক জন্ম নিল
৩৬. যারা মরে গেছে তাহাদের কথা ভেবে
৩৭. প্রেম কি জাগায় সূর্যকে আজ ভোরে
৩৮. অনেক বেসেছি ভালো
৩৯. মনে হয় হেমন্তের জ্যোৎস্নায়
৪০. এই নগরীর সেই সব শতাব্দীর ধূসর পরিখা কই

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন