সেশনজটে ক্ষয়ে যায় সমাজ

সেশনজটে ক্ষয়ে যায় সমাজ

স্টকহোম ইউনিভার্সিটিতে যখন গবেষণা শুরু করি, আমার বয়স তখন ২৯। লক্ষ করে দেখলাম, আমার সহকর্মীদের বয়স ২৪ কি ২৫। বয়সের এই পার্থক্যটুকু হওয়ার কথা ছিল না। আমার শিক্ষাজীবন দেরি করে শুরু হয়নি। আমি যে শিক্ষাজীবনে কখনো। ফেল করেছি, তা-ও নয়। তবে আমি জন্মেছিলাম এক হতভাগ্য সমাজে, যেখানে সেশনজট (Session-jam) নামে একটি শব্দ আছে। দুনিয়ার কোথাও এই শব্দটির অস্তিত্ব নেই। কোনো সভ্য শিক্ষিত দেশের মানুষজন সেশনজট বিষয়টি বোঝে না। অথচ আমার দেশের অসংখ্য ছেলেমেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এই সেশনজটে। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর দেখলাম জীবন থেকে অতিরিক্ত তিনটি বছর ক্ষয় হয়ে গেছে। ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে এই ছিনিয়ে নেওয়া সময়ের কথা লেখা ছিল না। এই হারিয়ে যাওয়া সময়ের জন্য জীবনের প্রতিটি ধাপে যে পুঁকেছি, সে জন্য কোনো শিক্ষক, কর্তৃপক্ষ কিংবা বিশ্ববিদ্যালয় আমার পাশে এসে দাঁড়ায়নি। কোনো দিন কেউ এসে বলেননি, উই আর সরি!

গবেষণায় আগ্রহ ও সাফল্য দেখে আমার পিএইচডির সুপারভাইজার আমাকে বহুবার জিজ্ঞেস করেছিলেন–কেন আমি চার-পাঁচ বছর দেরি করে পিএইচডি শুরু করেছি। তাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেও এই সেশনজট বিষয়টা বোঝাতে পারিনি। একটা দেশের বিশ্ববিদ্যালয় যে অকারণে বন্ধ থাকতে পারে, দুনিয়ার কোনো দেশ সেটা কল্পনাও করতে পারে না। নিয়মিত পরীক্ষা না হওয়া, সময়মতো রেজাল্ট না দেওয়া, উপাচার্য অপসারণের জন্য ধর্মঘট ইত্যাকার হীন ও ঘৃণ্য ঘটনা আমাদের দেশ ছাড়া কোথাও হয় না। আমরা জেনেশুনে ছেলেমেয়েদের জীবন নিয়ে হেলাফেলা করি। এর চেয়ে বিষাদময় আর কী হতে পারে, আমার জানা নেই!

সারা দুনিয়ার ছেলেমেয়েরা গড়ে ২৬-২৭ বছর বয়সে পিএইচডি শেষ করে ফেলেন। অথচ সে বয়সে আমাদের দেশের বহু ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেই বের হতে পারেন না। ফলে এর মাশুল দিতে হয় শিক্ষার্থীদের। বৈশ্বিক প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়েন অনেক। স্কুলে আমাদের সময়ের মূল্য রচনা পড়িয়ে, বিশ্ববিদ্যালয় জীবনে বুড়ো করা হয়। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য আছেন। প্রশাসনিক কর্মকর্তারা আছেন। দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) আছে। কিন্তু হতভাগ্য শিক্ষার্থীদের দেখার কেউ নেই। তাদের সময়ের কথা ভাবার কারও সময় নেই।

বহু শিক্ষার্থী তাদের মনের কষ্ট নিয়ে ই-মেইল করেন। জীবনের দুর্বিষহ অবস্থার কথা জানান। তাদের এসব কথা পড়ে হাহাকার লাগে। নিজেকে খুব অসহায় মনে হয়। সেশনজটের কারণে বহু। ছেলেমেয়ে সময়মতো পরিবারের দায়িত্ব নিতে পারেন না। দেশের অনেক পরিবার তাদের একটি উপার্জনক্ষম সন্তানের দিকে তাকিয়ে থাকে। এই সন্তান যখন মাসের পর মাস শুধু পরীক্ষা বা ফলাফলের জন্য অপেক্ষা করেন, তখন সে পরিবারগুলোতে হতাশার ছায়া নামে। ইউজিসির চেয়ারম্যান কিংবা বিশ্ববিদ্যালয়ের ভিসিরা কি এগুলো কখনো ভাবেন? তারা রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদের যতটুকু সক্রিয় করে রাখেন, শিক্ষার্থীদের জীবনকে সহজ ও সুগম করার কাজে ততই নিষ্ক্রিয় করে রাখেন।

আমাদের বহু শিক্ষার্থী বিশ্বমানের শিক্ষা ও গবেষণার পায় না। তদুপরি যদি যৌবনের মোক্ষম সময় থেকে কয়েকটি বছর ক্ষয়ে যায়, তাহলে নিজেকে প্রস্তুত করার সুযোগ থেকেও বঞ্চিত হন। আর এমন সামষ্টিক বঞ্চনার কারণে অনেকে ভেতর নেমে আসে নৈরাশ্যের অন্ধকার। এই তরুণগুলোকে এভাবে বঞ্চিত করার কোনো অধিকার কি আমাদের আছে? এটা কি অপরাধ নয়? সমাজের তরুণদের জীবন থেকে সময় কেড়ে নিত্য পরোক্ষভাবে সমাজেরই ধ্বংস ডেকে আনছি আমরা। যে। সমাজের তরুণেরা হতাশা ও নিরাশায় মাথা ঝুঁকিয়ে রাখে, সে সমাজ সহজে মাথা তুলে দাঁড়াতে পারে না।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ করছি, তরুণদের জীবন থেকে সেশনজট শব্দটি মুছে দিতে দৃঢ় পদক্ষেপ নিন। উপাচার্যদের কাছে করজোড়ে বলছি, শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময়ের প্রতি শ্রদ্ধাশীল হোন। অকারণে তাঁদের জীবনের সময় যেন নষ্ট না হয়, সেদিকে কঠোর নজর দিন। রাজনীতির কাছে নিজেকে বিকিয়ে না দিয়ে, শিক্ষার্থীদের জীবনকে সুগম করুন। তারা যেন দুনিয়ার মঞ্চে উঠে দেশের জয়গান গাইতে পারেন, সেই বিষয়টুকু মাথায় রাখুন। সেশনজট নামক এই নিকৃষ্ট শব্দটিকে বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চিরতরে মুছে ফেলুন। সে জন্য যা যা করা দরকার, তা-ই করুন। অসংখ্য শিক্ষার্থীর হয়ে, মিনতি করে বলছি!

সকল অধ্যায়

১. একটি সাবমেরিন বনাম পাঁচ হাজার জানালা
২. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘশ্বাসটুকু শুনুন
৩. চিত্ত যেথা ভয়যুক্ত, নিচু যেথা শির
৪. একটা দেশ যেভাবে দাঁড়ায়
৫. কোটা নাকি মেধা? জন্ম নাকি কর্ম?
৬. কর্মে হোক জন্ম জয়
৭. জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিষ্পাপ প্রাণগুলো
৮. দেশটা যেভাবে হেরে যায়
৯. সজাগ হও, হে তারুণ্য!
১০. সেশনজটে ক্ষয়ে যায় সমাজ
১১. থেমে থেকো না
১২. সম্ভাবনাকে জাগতে দিন
১৩. উন্নত সমাজের মূলমন্ত্র
১৪. লক্ষ্য হোক দক্ষতা অর্জন
১৫. কোথায় ছুড়ছ তোমার সোনালি যৌবন?
১৬. দয়া করে ওদের ঠকাবেন না
১৭. বাংলাদেশ কি মেধাবীদের ফিরিয়ে নেবে?
১৮. নেতায় নেতাচ্ছন্ন এক দেশ
১৯. সহজাত মেধা যেন ক্ষয়ে না যায়
২০. মগজের ধ্বংসযজ্ঞ
২১. দাঁড়াতে হলে শিখতে হয়
২২. প্যারালাইজড মাইন্ড!
২৩. সম্ভাবনা খুন হয়ে যায়
২৪. অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু
২৫. মেধাবীদের কত দিন দূরে রাখবে সমাজ?
২৬. ব্রেইন ড্রেইন নাকি ব্রেইন গেইন?
২৭. শিক্ষার আলোয় জাগুক স্বদেশ
২৮. সম্ভাবনার দুয়ারে আছ দাঁড়িয়ে
২৯. আলোকিত সমাজের মূলমন্ত্র
৩০. দ্য রাইট পারসন
৩১. নিজেকে আবিষ্কার করো
৩২. সত্যিকারের নায়ক
৩৩. যা আছে তা-ই দিয়ে করো সংগ্রাম
৩৪. চুরি বিদ্যা ও বিদ্যা চুরি
৩৫. অনন্য, অপ্রতিরোধ্য দক্ষিণ কোরিয়া
৩৬. একটা বিপ্লব হচ্ছে নীরবে
৩৭. জাগরণের কাল
৩৮. একজন ভিসি ও দীর্ঘশ্বাস
৩৯. কিশোর-কিশোরীর জ্ঞানানন্দ
৪০. ভারত কেন পারছে?
৪১. জাপান থেকে শেখো
৪২. অধিকারবঞ্চিত হতভাগ্য শিক্ষার্থীরা
৪৩. স্ট্যানফোর্ডের আকাশ
৪৪. প্রস্তুতির শ্রেষ্ঠ সময়
৪৫. ডিজিটাল ইগনোরেন্স
৪৬. প্রিয় অভিভাবকগণ, একটু শুনুন
৪৭. মাত্র এক শ কোটি টাকা
৪৮. ফড়িংয়ের চোখ তৈরি করো
৪৯. ছোট দেশের বড় স্বপ্ন
৫০. মনিরুল ইসলামেরা কেন ফিরতে পারেন না?
৫১. ড্রাইভিং ফোর্স
৫২. অন্তরালের নায়ক
৫৩. উদ্ভাবনে আমরা কেন পিছিয়ে?
৫৪. আত্মঘাতী নীতিমালা
৫৫. এমন যদি হতো
৫৬. চারিত্রিক সনদ
৫৭. চাপিয়ে দেওয়ার সংস্কৃতি
৫৮. আত্মহনন কোরো না হে প্রাণ
৫৯. আমাদের সম্ভাবনাময়ী মেয়েরা
৬০. উপাচার্যদের উপাচার্য
৬১. কেমন হয় একটা বিশ্ববিদ্যালয়?
৬২. হৃত কৌতূহলী মগজ
৬৩. জিনিয়াস মাইন্ড

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন