ভাষার গান – কুটি মনসুর

১.

মায়ের মুখের বাংলা ভাষা জন্ম হতে পাই,
বাংলা ভাষা ভালোবেসে বাংলাতে গান গাই।
আমরা বাংলাতে গান গাই।

বাংলাদেশের জনগণ বাংলায় কথা বলে,
বাংলাদেশ রাষ্ট্র এখন বাংলা ভাষায় চলে।
কাজে-কর্মে, সংস্কৃতিতে বাংলা ছাড়া নাই,
বাংলা ভাষা ভালোবেসে বাংলাতে গান গাই,
আমরা বাংলাতে গান গাই।।

খুশির সীমা নাই আমাদের, পূর্ণ হলো আশা,
আন্তর্জাতিক স্বীকৃতি পায় বাংলা মাতৃভাষা।
এমন সুন্দর মাতৃভাষা অন্য কোথাও নাই,
বাংলা ভাষা ভালোবেসে বাংলাতে গান গাই,
আমরা বাংলাতে গান গাই।।

[রচনাকাল : ১৫-০২-১৯৯৭]
সুরকার : জাহিদ মনসুর

২.

দরদিনী মা জননী, কাঁদিও না আর,
সাত কোটি বাঙালি সন্তান রয়েছে এই তোমার।
কাঁদিও না আর ও মা গো, কাঁদিও না আর।।

সংগ্রাম করে মরছে যারা,
দুনিয়ার বুকে অমর তারা,
তাঁদের স্মরণ করবো মোরা
বৎসরে বারবার।।

জব্বার, সালাম, বরকত, রফিক
সত্য-ন্যায়ের বীর সৈনিক,
তারা প্রাণ যে দিলো, শহীদ হইলো
দেশকে বাঁচাইবার।।

বাংলা ভাষার মান রাখিতে
পিছু হয় নাই জীবন দিতে,
মনসুর বলে, কথা কইতে
পাইলাম অধিকার।

[রচনাকাল : ১০-০১-১৯৭০;
প্রথম কণ্ঠশিল্পী : কুটি মনসুর]

৩.

বাংলাদেশে জন্ম নিয়ে ধন্য হয়েছি,
জন্ম হতেই মায়ের মুখের ভাষা শিখেছি।।

উনিশশো বাহান্নোর আন্দোলনের কথা
মনে হলে এখনো প্রাণে লাগে ব্যথা।।

আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে ব্যথা ভুলেছি,
আমি ধন্য হয়েছি।।

ফেব্রুয়ারীর একুশ তারিখ বছর ঘুরে আসে,
এ দিবসটি পালন করতে সবাই ভালোবাসে।
বাংলা মোদের রাষ্ট্রভাষা, গর্ব করে বলছি,
আমি ধন্য হয়েছি।।

[রচনাকাল : ২১-০২-১৯৯৭]

৪.

রক্ত দিয়ে ইতিহাস লিখে গেল যারা,
তারা হলো ধন্য
এই বাংলা ভাষার জন্য।।

বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিলো ছলনাতে,
ব্যর্থ হলো ছলচাতুরী, আসন হলো শূন্য
এই বাংলা ভাষার জন্য।।

দেখতে হাসি মায়ের মুখে বুলেট যারা নিলো বুকে,
তাদের তরে গর্ব মোদের, শত্রুরা নগন্য
এই বাংলা ভাষার জন্য।

[রচনাকাল : ১৫-০২-১৯৫৭]

৫.

আটই ফাল্গুনের কথা ভুলবে না কেউ জীবনে,
কত ছাত্র জীবন দিল বাংলা ভাষা আন্দোলনে।।

আটান্ন সন ভাষা আন্দোলন যখন হলো সূচনা,
ছাত্রনেতা বঙ্গবন্ধু দিয়েছিল প্রেরণা।
ফজলুল হক হলে তখন বৈঠক হয়েছিলো,
ছাত্র-ছাত্রীরা তাকে সমর্থন করিলো।
১৪৪ ধারা ভেঙে ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে।।

শত শত ছাত্র সেদিন গুলি খেয়ে মারা যায়
বুকের সন্তান হারিয়ে কাঁদে তাদের বাবা-মা,
দেশের জন্য শহীদ হয়ে তারা হলো ধন্য।
মাগফেরাত কামনা করি আমরা তাদের জন্য,
সে আন্দোলন পৌঁছে গিয়ে স্বাধীনতা আন্দোলনে।।

[রচনাকাল : ২৩-০২-১৯৯৮]

অধ্যায় ১ / ২৪

সকল অধ্যায়

১. ভাষার গান – কুটি মনসুর
২. দেশের গান – কুটি মনসুর
৩. বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গান – কুটি মনসুর
৪. আধুনিক গান – কুটি মনসুর
৫. ছড়াগান – কুটি মনসুর
৬. পল্লীগীতি – কুটি মনসুর
৭. ভাটিয়ালী গান – কুটি মনসুর
৮. আধ্যাত্মিক গান – কুটি মনসুর
৯. দেহতত্ত্ব – কুটি মনসুর
১০. মুর্শিদি গান – কুটি মনসুর
১১. মারফতি গান – কুটি মনসুর
১২. ভান্ডারী গান – কুটি মনসুর
১৩. জারিগান – কুটি মনসুর
১৪. পালাগান – কুটি মনসুর
১৫. বাংলা নববর্ষের গান – কুটি মনসুর
১৬. বর্ষার গান – কুটি মনসুর
১৭. ইসলামী গান – কুটি মনসুর
১৮. হাম্‌দ্‌ – কুটি মনসুর
১৯. নাত্‌ – কুটি মনসুর
২০. শবে-বরাতের গান – কুটি মনসুর
২১. শব-এ-ক্বদরের গান – কুটি মনসুর
২২. রোজার গান – কুটি মনসুর
২৩. ঈদের গান – কুটি মনসুর
২৪. বিষয়ভিত্তিক উন্নয়নমূলক গান – কুটি মনসুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন