৩৭৩
ওঠো, ওঠো, ওঠোরে ভাই, যত রোজাদার,
সময়মতো ওঠো এই তোমরা
সেহরি খাবার।
নিদ্রা ছেড়ে তাড়াতাড়ি,
ভোর না হতে খাও সেহরি,
একটি রোজা করলে কাজা
হইতে হবে গুনাহগার।
রোজা, নামাজ অমূল্য ধন,
মনে-প্রাণে রেখো স্মরণ,
রোজা রেখে হইলে মরণ,
কবর আজাব নাইরে তার।
ত্রিশ রোজা বছরেতে,
কর যদি খাস নিয়তে,
মনসুর বলে, পুলসিরাতে
অনায়াসে হবি পার।
৩৭০
বছর ঘুরে আসে ফিরে মাহে রমজান,
দিনের বেলায় উপাস থাকো,
রোজা রাখো মুসলমান।
দ্বীন-দুনিয়ার মুমিন-মুসলিম যারা,
রমজানের ঐ চাঁদ দেখিয়া রোজা রাখে তারা।
এবাদতের কাজ রোজা, নামাজ,
ইসলামের মূল সংবিধান।
রোজা রাইখা কোনো লোকে ইন্তেকাল করিলে,
কবর আজাব মাফ হবে তার কোরানেতে বলে।
যেজন রোজা করবে, নামাজ পড়বে,
আখেরে পাবে আসান।
[রচনাকাল: ০৫. ০৩. ১৯৬৭]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন