শবে-বরাতের গান – কুটি মনসুর

শবে বরাতের গান

৩৭

শাবানের চান্দের পনেরো তারিখের
পবিত্র এই রাত,
শবে বরাত, শবে বরাত,
এলো শবে বরাত।

পুণ্য রাতে খাস নিয়তে, করলে খোদার এবাদত,
বান্দার তরে নাজেল করে আল্লায় অশেষ নিয়ামত।
পাপী-তাপী নতশিরে
সবাই করে মোনাজাত।

শবে বরাত এই রাত সকল রাতের সেরা,
বন্দেগীতে মশগুল থাকে মুসলিম ভাই-বোনেরা।
রিজিক বণ্টন করেন আল্লায়
বাড়িয়ে রহমতের হাত।

সকল অধ্যায়

১. ভাষার গান – কুটি মনসুর
২. দেশের গান – কুটি মনসুর
৩. বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গান – কুটি মনসুর
৪. আধুনিক গান – কুটি মনসুর
৫. ছড়াগান – কুটি মনসুর
৬. পল্লীগীতি – কুটি মনসুর
৭. ভাটিয়ালী গান – কুটি মনসুর
৮. আধ্যাত্মিক গান – কুটি মনসুর
৯. দেহতত্ত্ব – কুটি মনসুর
১০. মুর্শিদি গান – কুটি মনসুর
১১. মারফতি গান – কুটি মনসুর
১২. ভান্ডারী গান – কুটি মনসুর
১৩. জারিগান – কুটি মনসুর
১৪. পালাগান – কুটি মনসুর
১৫. বাংলা নববর্ষের গান – কুটি মনসুর
১৬. বর্ষার গান – কুটি মনসুর
১৭. ইসলামী গান – কুটি মনসুর
১৮. হাম্‌দ্‌ – কুটি মনসুর
১৯. নাত্‌ – কুটি মনসুর
২০. শবে-বরাতের গান – কুটি মনসুর
২১. শব-এ-ক্বদরের গান – কুটি মনসুর
২২. রোজার গান – কুটি মনসুর
২৩. ঈদের গান – কুটি মনসুর
২৪. বিষয়ভিত্তিক উন্নয়নমূলক গান – কুটি মনসুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন