৩৭১
শাবানের চান্দের পনেরো তারিখের
পবিত্র এই রাত,
শবে বরাত, শবে বরাত,
এলো শবে বরাত।
পুণ্য রাতে খাস নিয়তে, করলে খোদার এবাদত,
বান্দার তরে নাজেল করে আল্লায় অশেষ নিয়ামত।
পাপী-তাপী নতশিরে
সবাই করে মোনাজাত।
শবে বরাত এই রাত সকল রাতের সেরা,
বন্দেগীতে মশগুল থাকে মুসলিম ভাই-বোনেরা।
রিজিক বণ্টন করেন আল্লায়
বাড়িয়ে রহমতের হাত।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন