৩৫৫
আল্লাহ্, সবই এই তোমার দান,
ও আল্লাহ্, সবই এই তোমার দান,
মাটির মানুষ কথা বলে খুলিয়া জবান।
শক্তি দিলে পথ চলিতে,
জবান দাও কথা বলিতে,
সৃষ্টিকর্তা এ জগতে তুমি রহিম-রহমান।
বীজ দিয়েছো গাছ গড়িতে,
ফুল দিয়েছো ফল ধরিতে,
জ্ঞান দিয়েছো ধ্যান করিতে, খাদ্য দিয়া বাঁচাও প্রাণ।
সর্বজীবের জীবন দিয়া,
গড়েছো সুন্দর দুনিয়া,
চাঁদ-সুরুজের আলো দিয়া সাজালে বিশ্ব বাগান।
[রচনাকাল: ০৬-০৮-১৯৭২]
৩৫৬
দমে দমে জিকির কর আল্লাহু-আল্লাহ্,
দম ছাড়িতে লা-ইলাহা,
দম টানিতে ইল্লাল্লাহ্।
দিলের ময়লা যাবে সরে, দম জিকিরে মারলে টান,
ফায়েজ উঠবে দিল কলবে, দেখবি রে আজব নিশান।
মুর্শীদ নামে মন মজাইয়া,
হইয়া যাও ফানাফিল্লাহ।
ছয় লতিফা জাগাও সিনায় আল্লাহু জিকির করে,
নূরের আলো দেখবি রে মন, দিল রওশন হলে পরে।
জ্ঞান চোখেতে দেখতে পাবি রূপের ছবি ঝলক দেয়,
দেখলে ছবি পাগল হবি, থাকবে না মরণের ভয়।
সাধক মনসুর কয়, যার কর্ম ভালো,
ও সে দেখবে রে নূর তাজিলা।
[রচনাকাল: ০৩-১০-১৯৬৪]
৩৫৭
দয়া করে দয়াল আল্লা, দয়া করো আমারে,
এই তোমার মতো এমন দয়াল
আর তো কেউ নাই সংসারে।
দয়াল তুমি জগত জোড়া,
দরদী নাই তুমি ছাড়া,
দয়া এই তোমার ভাণ্ড ভরা,
অভাব নাই সে ভাণ্ডারে।
কুন-ফায়াকুন এই তোমার লীলা,
বুঝতে শক্তি নাহি দিলা,
রহমান নামে প্রকাশিলা,
রহমত চাই এই তোমার দরবারে।
বিপদকালে এই তোমায় ডাকি,
দয়ার আশায় চেয়ে থাকি,
মনসুর কয়, এই তোমারে ডাকি,
দেখা দাও হৃদ-মাঝারে।
[রচনাকাল: ২২.১০.১৯৬৭]
৩৫৮
সুন্দর তুমি অসীম আল্লাহ্,
সুন্দর এই তোমার সৃষ্টি,
আকাশ-বাতাস, চাঁদ-তারা,
রোদ আর বৃষ্টি।
মাটিতে দাও হাঁটিতে, পিপাসাতে পানি,
সকল জীবের আহার যোগাও, এই তোমার মেহেরবানি।
প্রতিপালক তুমি জানি, আছে এই তোমার দৃষ্টি।
এই পৃথিবী কত সুন্দর, বৃক্ষরাজি যত।
জ্বীন, ইনসান, ফেরেস্তা সব এই তোমার অনুগত,
মনসুর বলে, গাছের ফল মধুর মত মিষ্টি।
[রচনাকাল: ২৮-১১-১৯৯৩]
৩৫৯
মাবুদ-মওলা তুমি হইলা আজব কারিগর,
বিরাজ করো কাঁচা মাটির
খাঁচারও ভিতর।
নরম মাটির পরম আকার মরমে আঁকিয়া,
আত্মা রূপে আপন রুহু দিয়েছো ফুকিয়া।
ঘর বানাইয়া খাঁড়া করো,
দুই খাম্বার উপর।
চোদ্দ কামান দিয়া তৈয়ার, আট কুঠুরী ঘরে,
আপন হচ্ছায় বানাও ঘর নিজের মত করে।
চতুর্দিকে নয় দরজায় তালা-চাবি মারা,
নিজের হাতে চাবি তবু ষোল জন পাহারা।
মনসুর বলে, সে আপন ঘর,
এক পলকে করো পর।
৩৬০
আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ্,
আঠারো হাজার মাখলুকাত
সৃষ্টি করেন আল্লাহ্।
আলহামদুলিল্লাহ্।
তুমি হাসাও, তুমি কাঁদাও, তুমি মারো, তুমি বাঁচাও,
তুমি ডুবাও, তুমি ভাসাও, ইচ্ছা এই তোমার আল্লাহ্।
আলহামদুলিল্লাহ্।
এই তোমার সৃষ্টি আসমান-জমিন, তুমি তো রাব্বুল আলামিন,
শুদ্ধ আত্মায় বানাও মুমিন, দেখাও নূর তাজিল্লাহ্।
আলহামদুলিল্লাহ্।
যত পাপ করেছি আমি, ক্ষমা করতে পারো তুমি,
দয়াল তুমি জগৎ স্বামী, দয়ার সাগর আল্লাহ্।
আলহামদুলিল্লাহ্।
[রচনাকাল: ১৮-০৭-১৯৯৪]
৩৬১
সৃষ্টি এই তোমার হে আল্লাহ্
আঠারো হাজার মাখলুকাত,
এই তোমার ইচ্ছায় এই দুনিয়ায়,
চলিতেছে দিবা-রাত।
সর্বজীবের জীবনসাথী তুমি যে পাক পরোয়া,
এই তোমার দয়ায় বেঁচে আছি আমরা বান্দা গুনাহগার।
তুমি রাখো, তুমি মারো,
জীবন-মরণ এই তোমার হাত।
বান্দা মোরা পাপি-তাপি, হয়েছি দয়ার কাঙাল,
দয়াল বলেই ক্ষমা করতে পারো তুমি হে দয়াল।
ক্ষমা পেতে হাত তুলেছি,
কবুল কর মোনাজাত।
[রচনাকাল: ০৯-১০-১৯৯৫]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন