৫৪
গান বাজনা সহজ কাজনা শিখতে যদি চাও
জানাশুনা ভাল একজন ওস্তাদ খুঁজে নাও॥
হারমোনিয়ামের সাথে প্রথম হয়ে পরিচিত
স্বর চিনে সুর সাধনা করবে নিয়মিত
শুদ্ধ আরো বিক্রিত মোট বারটি স্বর আছে
এই জ্ঞানটি জেনে নাও সেই ওস্তাদের কাছে
চড়া কণ্ঠের কড়া আওয়াজ মিষ্টি করে গাও
তারার সা তার উপরে মা পর্যন্ত যাও।
খাদের স্বর নি ধা পা মা সেথায় কণ্ঠ গেলে
ভারি কণ্ঠ তৈরি হয় সাধনার স্বাদ মেলে।
আরোহী আর অবরোহী লয় তাল বুঝে
কণ্ঠ সেধে স্বর হতে সুর নাও খুঁজে
দশটি ঠাট তানসহ শিক্ষা নিও সবে
কমপক্ষে দু-চার ঘন্টা রেওয়াজ করতে হবে
লয় তালে পাকা হলে ভয় রবে না
কণ্ঠস্বর সুরে থাকলে বেসুরো হবে না।
[রচনাকাল: ১১-০৪-১৯৯৭ইং; সুরকার: জাহিদ মনসুর]
৫৫
ঝুম ঝুমাঝুম বৃষ্টি পড়ে
টিনের ঘরের চালে
কাক ডাকে শালিক ডাকে
ভিজে গাছের ডালে।
গড়গড় করে গর্জে উঠে
বিজলী ঠাটা আকাশে
বাগ-বাগিচা গাছ-গাছালী
ঘোরপাক খায় বাতাসে
নদীর পানি শোঁ শোঁ করে
নৌকা ডোবে খালে।
বর্ষাকালে মাঠেঘাটে
ছল ছল করে পানি
উঠান দিয়ে হাটতে গিয়ে
পিছলে পরে নানি
নানা বলে কিযে করি
এমন বর্ষাকালে॥
[রচনাকাল : ১৯-১২-১৯৮৩ইং]
৫৬
ব্যাঙ চলে লাফিয়ে
জলে পড়ে ঝাঁপিয়ে
ঘ্যাঙর ঘ্যাঙ গান ধরে
নাক ডাকে ফুঁপিয়ে।
ধাপ্পাবাজি খেলে ব্যাঙ
জলের নিচে চলে ঠ্যাং
সর্পে যদি ধরে ব্যাঙ
নিঃশ্বাস ছাড়ে হাঁপিয়ে।
পায় যদি রোদ্র তাপ
থাকে ব্যাঙ চুপচাপ
বৃষ্টি পেলে বাপ রে বাপ
পুকুর দেয় কাঁপিয়ে।
[রচনাকাল: ০১-০৮-১৯৭৮ ইং]
৫৭
ছাতা মাথে লাঠি হাতে
যাচ্ছে দাদুভাই
পায়ে হেটে চলে দাদুর
গাড়ি ঘোড়া নাই ॥
আশি বছর বয়স দাদুর
চামড়া গেছে ঝুলে
দাঁত পড়েছে পাক ধরেছে
দাঁড়ি আর চুলে
পান খায় দাদু মজা করে
জর্দার গন্ধ পাই।
মেঠো পথে চলে দাদু
মাঠের পানে চায়
মাঠে মাঠে সবুজ ফসল
দেখে প্রাণ জুড়ায়
সোনা ফলা এই মাটির
তুলনা যার নাই॥
[রচনাকাল: ১৩-০৪-১৯৯১ইং
(ব্যঙ্গাত্বক ছড়াগান)
৫৮
হায় রে মজার পপ
পপ গান গাইয়া
বাপ-দাদার নাম ভুইলা গ্যাছে
ড্রাম-গীটার বাজাইয়া রে।
হায় রে মজার পপ
পপ পপ পপ।
পপ গান এই বাংলাদেশে হইয়াছে আমদানি
সে তো পুরানা কোম্পানি, সে গান গাইছে নানা-নানি
বিক্রি কইরা বাবার নাম পপ গানের বাড়ায় দাম
গানের সুর ধইরা টেডি পইরা নাচে পোলা-মাইয়া রে।
ধাপুড়-ধুপুর বাদ্যযন্ত্র বাজায় পপ গানে
যেমন ঢেঁকিতে ধান ভানে, শুইনা তালা লাগে কানে
কত অঙ্গভঙ্গি রঙ্গে ঢঙ্গে নাচে যেমন ভাউয়া ব্যাঙে
নাচে তারা এক ঠ্যাঙে উপর দিকে চাইয়া রে।
মাইয়া-পুরুষ হইয়া বেহুস মাতাল অবস্থায় উড়ে
বাবরি চুল মাথায় কেউ টাই পরে গলায়
দেখছোনি পপ গানের পার্টি মাঞ্জা চিকন তালের আঁটি
হাত-পা যেমন নলের খুঁটি টেডি পোলা-মাইয়া রে।
পল্লীগানের কথা সুরে নকল কইরা সব
যারা নাম দিয়েছে পপ তারা বড়ই বেয়াদব
পপ সংগীতের কারিগরি পুরান সুরের বাহাদুরি
এক সের দুধে তিন সের পানি বেইচা খায় মিশাইয়া রে।
[রচনাকাল: ১৪-০২-১৯৭৩]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন