তসলিমা নাসরিন
লিঁও
ফ্রান্সের শহর লিও। ২০০৯ সাল। আমাকে লিওর মেয়র ফ্রেঞ্চ সোশালিস্ট পার্টির জেরার্ড কলোম্ব দিলেন লিওর সর্বোচ্চ সম্মান। পেলাম মেডেল অব লিও। একই সঙ্গে পেলাম লিওর সাম্মানিক নাগরিকত্ব, অনারারি সিটিজেনশিপ। নিজের দেশের সরকার লাথি মেরে তাড়ায়, আমার নাগরিকত্ব অস্বীকার করে, আর অন্য দেশ, অন্য শহর আমাকে নাগরিকত্ব দিয়ে ঘোষণা করে এতে নাকি তাঁরাই সম্মানিত। শুধু লিও নয়, ইউরোপের অনেকগুলো শহর আমাকে সাম্মানিক নাগরিকত্ব দিয়েছে। ওই শহরগুলোর কোনওটিতেই আমি বাস করিনি। বাস করতে চেয়েছি শুধু সেই শহরগুলোয়, যে শহরগুলোয় প্রবেশ করার আমার কোনও অধিকার নেই। যেমন ঢাকা, যেমন কলকাতা।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন