তসলিমা নাসরিন
এস
লুক্সেমবার্গের এস শহর সেদিন আমাকে সাম্মানিক নাগরিকত্ব দিল। যে শহর নিয়ে আমি কোনওদিন ভাবিনি, যে শহরে বাস করার জন্য আমি কাঁদিনি,সে শহর দিয়েছে সর্বোচ্চ সম্মান। আর যে সব শহরকে আমার শহর বলে বিশ্বাস করি, সেসব শহর থেকে পেয়েছি সর্বোচ্চ অসম্মান। গোটা ব্যাপারটাই কী রকম যেন রূপকথা রূপকথা লাগে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন