অনন্ত দিবসরাত্রি কালের উচ্ছ্বাস —
 তারি মাঝখানে শুধু একটি নিমেষ ,
 একটি মধুর সন্ধ্যা , একটু বাতাস ,
 মৃদু আলো – আঁধারের মিলন – আবেশ —
 তারি মাঝখানে শুধু একটুকু জুঁই
 একটুকু হাসিমাখা সৌরভের লেশ ,
 একটু অধর তার ছুঁই কি না – ছুঁই ,
 আপন আনন্দ লয়ে উঠিতেছে ফুটে
 আপন আনন্দ লয়ে পড়িতেছে টুটে ।
 সমগ্র অনন্ত ওই নিমেষের মাঝে
 একটি বনের প্রান্তে জুঁই হয়ে উঠে ।
 পলকের মাঝখানে অনন্ত বিরাজে ।
 যেমনি পলক টুটে ফুল ঝরে যায় ,
 অনন্ত আপনা – মাঝে আপনি মিলায় ।।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন