ক্ষুদ্র অনন্ত

অনন্ত দিবসরাত্রি কালের উচ্ছ্বাস —
তারি মাঝখানে শুধু একটি নিমেষ ,
একটি মধুর সন্ধ্যা , একটু বাতাস ,
মৃদু আলো – আঁধারের মিলন – আবেশ —
তারি মাঝখানে শুধু একটুকু জুঁই
একটুকু হাসিমাখা সৌরভের লেশ ,
একটু অধর তার ছুঁই কি না – ছুঁই ,
আপন আনন্দ লয়ে উঠিতেছে ফুটে
আপন আনন্দ লয়ে পড়িতেছে টুটে ।
সমগ্র অনন্ত ওই নিমেষের মাঝে
একটি বনের প্রান্তে জুঁই হয়ে উঠে ।
পলকের মাঝখানে অনন্ত বিরাজে ।
যেমনি পলক টুটে ফুল ঝরে যায় ,
অনন্ত আপনা – মাঝে আপনি মিলায় ।।

সকল অধ্যায়

১. পত্র (সম্পাদক সমীপেষু)
২. পুরাতন
৩. নূতন
৪. উপকথা
৫. যোগিয়া
৬. কাঙালিনী
৭. ভবিষ্যতের রঙ্গভূমি
৮. মথুরায়
৯. বনের ছায়া
১০. কোথায়
১১. শান্তি
১২. পাষাণী মা
১৩. হৃদয়ের ভাষা
১৪. পত্র
১৫. বিরহীর পত্র
১৬. মঙ্গলগীত
১৭. খেলা
১৮. বসন্ত-অবসান
১৯. বাঁশি
২০. বিরহ
২১. বাকি
২২. বিলাপ
২৩. সারাবেলা
২৪. আকাঙ্ক্ষা
২৫. তুমি
২৬. গান
২৭. ছোটো ফুল
২৮. যৌবন – স্বপ্ন
২৯. ক্ষণিক মিলন
৩০. গীতোচ্ছ্বাস
৩১. স্তন
৩২. চুম্বন
৩৩. বিবসনা
৩৪. বাহু
৩৫. চরণ
৩৬. হৃদয় – আকাশ
৩৭. অঞ্চলের বাতাস
৩৮. দেহের মিলন
৩৯. তনু
৪০. স্মৃতি
৪১. হৃদয়- আসন
৪২. কল্পনার সাথি
৪৩. হাসি
৪৪. নিদ্রিতার চিত্র
৪৫. কল্পনামধুপ
৪৬. পূর্ণ মিলন
৪৭. শ্রান্তি
৪৮. বন্দী
৪৯. কেন
৫০. মোহ
৫১. পবিত্র প্রেম
৫২. পবিত্র জীবন
৫৩. মরীচিকা
৫৪. গান-রচনা
৫৫. রাত্রি
৫৬. বৈতরণী
৫৭. মানবহৃদয়ের বাসনা
৫৮. সিন্ধুগর্ভ
৫৯. ক্ষুদ্র অনন্ত
৬০. সমুদ্র
৬১. অস্তমান রবি
৬২. অস্তাচলের পরপারে
৬৩. প্রত্যাশা
৬৪. স্বপ্নরুদ্ধ
৬৫. অক্ষমতা
৬৬. জাগিবার চেষ্টা
৬৭. কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন