সমুদ্র

কিসের অশান্তি এই মহাপারাবারে ,
সতত ছিঁড়িতে চাহে কিসের বন্ধন !
অব্যক্ত অস্ফুট বাণী ব্যক্ত করিবারে
শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন ।
যুগযুগান্তর ধরি যোজন যোজন
ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস —
অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন ,
নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ ।
আছাড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয়
কঠিন পাষাণময় ধরণীর তীরে ,
জোয়ারে সাধিতে চায় আপন প্রলয় ,
ভাঁটায় মিলাতে চায় আপনার নীরে ।
অন্ধ প্রকৃতির হৃদে মৃত্তিকায় বাঁধা ।
সতত দুলিছে ওই অশ্রুর পাথার ,
উন্মুখী বাসনা পায় পদে পদে বাধা ,
কাঁদিয়া ভাসাতে চাহে জগৎ-সংসার ।
সাগরের কণ্ঠ হতে কেড়ে নিয়ে কথা
সাধ যায় ব্যক্ত করি মানবভাষায় —
শান্ত করে দিই ওই চির-ব্যাকুলতা ,
সমুদ্রবায়ুর ওই চির হায়-হায় ।
সাধ যায় মোর গীতে দিবস-রজনী
ধ্বনিবে পৃথিবী-ঘেরা সংগীতের ধ্বনি ।

সকল অধ্যায়

১. পত্র (সম্পাদক সমীপেষু)
২. পুরাতন
৩. নূতন
৪. উপকথা
৫. যোগিয়া
৬. কাঙালিনী
৭. ভবিষ্যতের রঙ্গভূমি
৮. মথুরায়
৯. বনের ছায়া
১০. কোথায়
১১. শান্তি
১২. পাষাণী মা
১৩. হৃদয়ের ভাষা
১৪. পত্র
১৫. বিরহীর পত্র
১৬. মঙ্গলগীত
১৭. খেলা
১৮. বসন্ত-অবসান
১৯. বাঁশি
২০. বিরহ
২১. বাকি
২২. বিলাপ
২৩. সারাবেলা
২৪. আকাঙ্ক্ষা
২৫. তুমি
২৬. গান
২৭. ছোটো ফুল
২৮. যৌবন – স্বপ্ন
২৯. ক্ষণিক মিলন
৩০. গীতোচ্ছ্বাস
৩১. স্তন
৩২. চুম্বন
৩৩. বিবসনা
৩৪. বাহু
৩৫. চরণ
৩৬. হৃদয় – আকাশ
৩৭. অঞ্চলের বাতাস
৩৮. দেহের মিলন
৩৯. তনু
৪০. স্মৃতি
৪১. হৃদয়- আসন
৪২. কল্পনার সাথি
৪৩. হাসি
৪৪. নিদ্রিতার চিত্র
৪৫. কল্পনামধুপ
৪৬. পূর্ণ মিলন
৪৭. শ্রান্তি
৪৮. বন্দী
৪৯. কেন
৫০. মোহ
৫১. পবিত্র প্রেম
৫২. পবিত্র জীবন
৫৩. মরীচিকা
৫৪. গান-রচনা
৫৫. রাত্রি
৫৬. বৈতরণী
৫৭. মানবহৃদয়ের বাসনা
৫৮. সিন্ধুগর্ভ
৫৯. ক্ষুদ্র অনন্ত
৬০. সমুদ্র
৬১. অস্তমান রবি
৬২. অস্তাচলের পরপারে
৬৩. প্রত্যাশা
৬৪. স্বপ্নরুদ্ধ
৬৫. অক্ষমতা
৬৬. জাগিবার চেষ্টা
৬৭. কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন