কিসের অশান্তি এই মহাপারাবারে ,
 সতত ছিঁড়িতে চাহে কিসের বন্ধন !
 অব্যক্ত অস্ফুট বাণী ব্যক্ত করিবারে
 শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন ।
 যুগযুগান্তর ধরি যোজন যোজন
 ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস —
 অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন ,
 নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ ।
 আছাড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয়
 কঠিন পাষাণময় ধরণীর তীরে ,
 জোয়ারে সাধিতে চায় আপন প্রলয় ,
 ভাঁটায় মিলাতে চায় আপনার নীরে ।
 অন্ধ প্রকৃতির হৃদে মৃত্তিকায় বাঁধা ।
 সতত দুলিছে ওই অশ্রুর পাথার ,
 উন্মুখী বাসনা পায় পদে পদে বাধা ,
 কাঁদিয়া ভাসাতে চাহে জগৎ-সংসার ।
 সাগরের কণ্ঠ হতে কেড়ে নিয়ে কথা
 সাধ যায় ব্যক্ত করি মানবভাষায় —
 শান্ত করে দিই ওই চির-ব্যাকুলতা ,
 সমুদ্রবায়ুর ওই চির হায়-হায় ।
 সাধ যায় মোর গীতে দিবস-রজনী
 ধ্বনিবে পৃথিবী-ঘেরা সংগীতের ধ্বনি ।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন