পত্র (সম্পাদক সমীপেষু)

শ্রীমান্ দামু বসু এবং চামু বসু সম্পাদক সমীপেষু । দামু বোস আর চামু বোসে কাগজ বেনিয়েছে বিদ্যেখানা বড্ড ফেনিয়েছে! (আমার দামু আমার চামু!) কোথায় গেল বাবা তোমার মা জননী কই! সাত-রাজার-ধন মানিক ছেলের মুখে ফুটছে খই! (আমার দামু আমার চামু!) দামু ছিল একরত্তি চামু তথৈবচ , কোথা থেকে এল শিখে এতই খচমচ! (আমার দামু আমার চামু!) দামু বলেন ‘ দাদা আমার ' চামু বলেন ‘ ভাই ', আমাদের দোঁহাকার মতো ত্রিভুবনে নাই! (আমার দামু আমার চামু!) গায়ে পড়ে গাল পাড়ছে বাজার সরগরম , মেছুনি-সংহিতায় ব্যাখ্যা হিঁদুর ধরম! (দামু আমার চামু!) দামুচন্দ্র অতি হিঁদু আরো হিঁদু চামু সঙ্গে সঙ্গে গজায় হিঁদু রামু বামু শামু (দামু আমার চামু!) রব উঠেছে ভারতভূমে হিঁদু মেলা ভার , দামু চামু দেখা দিয়েছেন ভয় নেইকো আর । (ওরে দামু , ওরে চামু!) নাই বটে গোতম অত্রি যে যার গেছে সরে , হিঁদু দামু চামু এলেন কাগজ হাতে করে । (আহা দামু আহা চামু!) লিখছে দোঁহে হিঁদুশাস্ত্র এডিটোরিয়াল , দামু বলছে মিথ্যে কথা চামু দিচ্ছে গাল । (হায় দামু হায় চামু!) এমন হিঁদু মিলবে না রে সকল হিঁদুর সেরা , বোস বংশ আর্যবংশ সেই বংশের এঁরা! (বোস দামু বোস চামু!) কলির শেষে প্রজাপতি তুলেছিলেন হাই , সুড়সুড়িয়ে বেড়িয়ে এলেন আর্য দুটি ভাই ; (আর্য দামু চামু!) দন্ত দিয়ে খুঁড়ে তুলছে হিঁদু শাস্ত্রের মূল , মেলাই কচুর আমদানিতে বাজার হুলুস্থুল । (দামু চামু অবতার!) মনু বলেন ‘ মনু আমি ' বেদের হল ভেদ , দামু চামু শাস্ত্র ছাড়ে , রইল মনে খেদ! (ওরে দামু ওরে চামু!) মেড়ার মত লড়াই করে লেজের দিকটা মোটা , দাপে কাঁপে থরথর হিঁদুয়ানির খোঁটা! (আমার হিঁদু দামু চামু!) দামু চামু কেঁদে আকুল কোথায় হিঁদুয়ানি! ট্যাকে আছে গোঁজ ' যেথায় সিকি দুয়ানি । (থলের মধ্যে হিঁদুয়ানি!) দামু চামু ফুলে উঠল হিঁদুয়ানি বেচে , হামাগুড়ি ছেড়ে এখন বেড়ায় নেচে নেচে! (ষেটের বাছা দামু চামু!) আদর পেয়ে নাদুস নুদুস আহার করছে কসে , তরিবৎটা শিখলে নাকো বাপের শিক্ষাদোষে! (ওরে দামু চামু!) এসো বাপু কানটি নিয়ে , শিখবে সদাচার , কানের যদি অভাব থাকে তবেই নাচার! (হায় দামু হায় চামু!) পড়াশুনো করো , ছাড়ো শাস্ত্র আষাঢ়ে , মেজে ঘষে তোল্ রে বাপু স্বভাব চাষাড়ে । (ও দামু ও চামু!) ভদ্রলোকের মান রেখে চল্ ভদ্র বলবে তোকে , মুখ ছুটোলে কুলশীলটা জেনে ফেলবে লোকে! (হায় দামু হায় চামু!) পয়সা চাও তো পয়সা দেব থাকো সাধুপথে , তাবচ্চ শোভতে কেউ কেউ যাবৎ ন ভাষতে! (হে দামু হে চামু!) 
অধ্যায় ১ / ৬৭

সকল অধ্যায়

১. পত্র (সম্পাদক সমীপেষু)
২. পুরাতন
৩. নূতন
৪. উপকথা
৫. যোগিয়া
৬. কাঙালিনী
৭. ভবিষ্যতের রঙ্গভূমি
৮. মথুরায়
৯. বনের ছায়া
১০. কোথায়
১১. শান্তি
১২. পাষাণী মা
১৩. হৃদয়ের ভাষা
১৪. পত্র
১৫. বিরহীর পত্র
১৬. মঙ্গলগীত
১৭. খেলা
১৮. বসন্ত-অবসান
১৯. বাঁশি
২০. বিরহ
২১. বাকি
২২. বিলাপ
২৩. সারাবেলা
২৪. আকাঙ্ক্ষা
২৫. তুমি
২৬. গান
২৭. ছোটো ফুল
২৮. যৌবন – স্বপ্ন
২৯. ক্ষণিক মিলন
৩০. গীতোচ্ছ্বাস
৩১. স্তন
৩২. চুম্বন
৩৩. বিবসনা
৩৪. বাহু
৩৫. চরণ
৩৬. হৃদয় – আকাশ
৩৭. অঞ্চলের বাতাস
৩৮. দেহের মিলন
৩৯. তনু
৪০. স্মৃতি
৪১. হৃদয়- আসন
৪২. কল্পনার সাথি
৪৩. হাসি
৪৪. নিদ্রিতার চিত্র
৪৫. কল্পনামধুপ
৪৬. পূর্ণ মিলন
৪৭. শ্রান্তি
৪৮. বন্দী
৪৯. কেন
৫০. মোহ
৫১. পবিত্র প্রেম
৫২. পবিত্র জীবন
৫৩. মরীচিকা
৫৪. গান-রচনা
৫৫. রাত্রি
৫৬. বৈতরণী
৫৭. মানবহৃদয়ের বাসনা
৫৮. সিন্ধুগর্ভ
৫৯. ক্ষুদ্র অনন্ত
৬০. সমুদ্র
৬১. অস্তমান রবি
৬২. অস্তাচলের পরপারে
৬৩. প্রত্যাশা
৬৪. স্বপ্নরুদ্ধ
৬৫. অক্ষমতা
৬৬. জাগিবার চেষ্টা
৬৭. কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন