মা কেহ কি আছ মোর , কাছে এসো তবে ,
 পাশে বসে স্নেহ ক’রে জাগাও আমায় ।
 স্বপ্নের সমাধি – মাঝে বাঁচিয়া কী হবে ,
 যুঝিতেছি জাগিবারে — আঁখি রুদ্ধ হায় ,
 ডেকো না ডেকো না মোরে ক্ষুদ্রতার মাঝে ,
 স্নেহময় আলস্যেতে রেখো না বাঁধিয়া ,
 আশীর্বাদ করে মোরে পাঠাও গো কাজে —
 পিছনে ডেকো না আর কাতরে কাঁদিয়া ।
 মোর বলে কাহারেও দেব না কি বল!
 মোর প্রাণে পাবে না কি কেহ নবপ্রাণ
 করুণা কি শুধু ফেলে নয়নের জল ,
 প্রেম কি ঘরের কোণে গাহে শুধু গান!
 তবেই ঘুচিবে মোর জীবনের লাজ
 যদি মা করিতে পারি কারো কোনো কাজ ।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন