সন্ধ্যাসূর্যের প্রতি
আমার এ গান তুমি যাও সাথে করে
 নূতন সাগরতীরে দিবসের পানে ।
 সায়াহ্নের কূল হতে যদি ঘুমঘোরে
 এ গান উষার কূলে পশে কারো কানে!
 সারা রাত্রি নিশীথের সাগর বাহিয়া
 স্বপনের পরপারে যদি ভেসে যায় ,
 প্রভাত – পাখিরা যবি উঠিবে গাহিয়া
 আমার এ গান তারা যদি খুঁজে পায় ।
 গোধূলির তীরে বসে কেঁদেছে যে জন ,
 ফেলেছে আকাশে চেয়ে অশ্রুজল কত ,
 তার অশ্রু পড়িবে কি হইয়া নূতন
 নবপ্রভাতের মাঝে শিশিরের মতো ।
 সায়াহ্নের কুঁড়িগুলি আপনা টুটিয়া
 প্রভাতে কি ফুল হয়ে উঠে না ফুটিয়া !
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন