যখন কুসুমবনে ফির একাকিনী ,
 ধরায় লুটায়ে পড়ে পূর্ণিমাযামিনী ,
 দক্ষিণবাতাসে আর তটিনীর গানে
 শোন যবে আপনার প্রাণের কাহিনী —
 যখন শিউলি ফুলে কোলখানি ভরি
 দুটি পা ছড়ায়ে দিয়ে আনতবয়ানে
 ফুলের মতন দুটি অঙ্গুলিতে ধরি
 মালা গাঁথ ভোরবেলা গুন্ গুন্ তানে —
 মধ্যাহ্নে একেলা যবে বাতয়নে ব ‘ সে
 নয়নে মিলাতে চায় সুদূর আকাশ ,
 কখন আঁচলখানি প ‘ ড়ে যায় খ ‘ সে ,
 কখন হৃদয় হতে উঠে দীর্ঘশ্বাস ,
 কখন অশ্রুটি কাঁপে নয়নের পাতে —
 তখন আমি কি , সখী , থাকি তব সাথে !
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন