ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি

লোকনাথ ঘোষ

ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি

সুশিক্ষিত’ভারতীয়দের মধ্যে গণ্য প্রবীণ ও শ্রদ্ধেয় এই অধ্যাপকদ্বয় দীর্ঘকাল সাফল্যের সঙ্গে সরকারের শিক্ষা-বিভাগের কাজ করেছেন।

জ্যেষ্ঠ ঈশানচন্দ্রের জন্ম ১৮১৪-তে। তিনি শিক্ষা লাভ করেন হিন্দু কলেজে, ছাত্র জীবন ছিল তাঁর উজ্জ্বল; বহু পুরস্কার যেমন পেয়েছিলেন তেমনি এক শ্রেণি থেকে উচ্চতর শ্রেণিতে তিনি দ্রুত উত্তীর্ণও হয়েছিলেন। মেসার্স পামার অ্যান্ড কোম্পানির পত্তনের ফলে কতক অসময়ে কলেজ ছাড়তে তিনি বাধ্য হলেন; বাধ্য হলেন জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশানের অধীনে চাকরি নিতে; এ প্রতিষ্ঠানে থেকে স্যার চার্লস ট্রেভেলিয়ন তাঁকে কোলদের জন্য বিদ্যালয় স্থাপন করতে চাইবাসা পাঠালেন। এখানে গভর্নর জেনারেলের এজেন্ট ক্যাপটেন উইলকিন্সের সুসমৃদ্ধ গ্রন্থাগারটি ইচ্ছামত ব্যবহার করবার সুযোগ পাওয়ায় তাঁর অসময়ে স্কুর ছাড়ার ক্ষতি পুষিয়ে নেবার এবং ভবিষ্যৎ উন্নতির পথে অগ্রসর হবার পথ প্রশস্ত হল। এখানকার আদিবাসীদের আচার ব্যবহার জীবনযাত্রা পদ্ধতির ওপর তিনি পুঙ্খানুপুঙ্খ বিবরণী দিয়ে একটি প্রবন্ধ লেখেন; এটি প্রকাশিত হয় ক্যালকাটা খ্রিস্টীয়ান অবজারভার পত্রিকায়। পান্ডিত্যপূর্ণ এই প্রবন্ধ অনেকেরই দৃষ্টি আকৃষ্ট করে; ফলে সদর কোর্টের মিঃ ডি সি স্মিথ কর্তৃক প্রতিষ্ঠিত জমিদারী স্কুলে তাঁকে বদলী করে আনা হয়। কিছু পরে তাঁকে বদলী করা হয় হাজি মহম্মদ মহসিন কলেজে। অল্প কিছুকালের জন্য তাঁকে বহরমপুর ও কৃষ্ণনগরেও বদলী করা হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হুগলী কলেজেই স্থায়ী অধ্যাপকরূপে রাখা হয়। অধ্যাপকরূপে তাঁর প্রতিভার চরম বিকাশ ঘটে এই কলজেই। শিক্ষা বিভাগে তিনিই প্রথম ভারতীয় গ্রেডেড অফিসার।

ছোট ভাই মহেশচন্দ্রের শিক্ষা শুরু হয় জেনারেল অ্যাসেমরিল ইন্সটিটিউশনে রেভারে- ডাঃ ডাফের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। পরে তিনি রেভারেন্ড ম্যাকে ও রেভারেন্ড এওয়াটের কাছে শিক্ষা লাভ করেন। এই প্রতিষ্ঠান থেকে তিনিই প্রথম (১৮৩৭) পদক লাভ করেন। তিনটি বিভিন্ন বিষয়ে তিনটি প্রবন্ধ লেখার জন্য পান তিনটি রৌপ্য পদক; এছাড়া মিঃ মুইর (পরে স্যার উইলিয়াম মুইর) তাঁকে তাঁর ‘হিন্দু ও হিব্রু শাস্ত্র’-এর ওপর লিখিত প্রবন্ধের জন্য একটি পুরস্কার দেন।

মহেশচন্দ্রের কর্মজীবন শুরু হয় মেজর জেনারেল কফিলডের অধীনে কেরাণীর চাকরি নিয়ে। কিছুকাল পরেই স্যার এড্‌ওয়ার্ড রায়ান তাঁকে হুগলী কলেজের অ্যাংলো পার্শিয়ান বিভাগের হেডমাস্টার নিয়োগ করেন। পরবর্তীকালে তাঁকে হিন্দু স্কুলের সেকেন্ড মাস্টারের পদে নিয়োগ করে কলকাতায় আনা হয়। অধীনস্থ শিক্ষকগণ এই নিয়োগের বিরুদ্ধে এবং তাঁর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের বিরূপতার কারণ তিনি বহিরাগত এবং দ্বিতীয় কারণ তিনি পাদ্রী মনোনীত শিক্ষক। কিন্তু অল্পকাল পরেই তাঁকে এই স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ করা হয়। বাঙলার লেফটেন্যান্ট গভর্নর স্যার সিসিল বীডন তাঁকে ফোর্থ গ্রেড অফিসারে উন্নীত করেন। জ্যেষ্ঠের মতো এখন তিনি অবসরপ্রাপ্ত ও পেনসন ভোগী। জেলা দাতব্য সমিতির সদস্য মহেশচন্দ্র অত্যন্ত দায়িত্ব সচেতনভাবে স্বীয় কর্তব্য পালন করে চলেছেন।

সকল অধ্যায়

১. নবাব আমির আলি খান বাহাদুর
২. পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩. পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪. কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫. শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬. রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭. জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮. বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯. সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০. পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১. হাটখোলার দত্ত পরিবার
১২. ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩. ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪. কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫. জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬. পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭. টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮. সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯. বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০. জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১. জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২. বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩. বড়বাজারের মল্লিক পরিবার
২৪. সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫. রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬. জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭. শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮. মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯. বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০. রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১. রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২. রামকোমল সেন
৩৩. হরিমোহন সেন
৩৪. মুরলীধর সেন
৩৫. হরিমোহন সেনের পুত্রগণ
৩৬. নরেন্দ্রনাথ সেন
৩৭. বিহারীলাল গুপ্ত
৩৮. পিয়ারীমোহন সেন
৩৯. কলুটোলার সেন পরিবার
৪০. রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১. ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২. রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩. কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪. মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫. মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬. রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭. রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮. কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯. নবীনচন্দ্র সেন
৫০. কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১. মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২. দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩. দ্বারকানাথ ঠাকুর
৫৪. অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫. প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬. রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭. দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮. কৃষ্ণবিহারী সেন
৫৯. কেশবচন্দ্র সেন
৬০. কলকাতার শেঠ ও বসাকগণ
৬১. রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২. ঠাকুর পরিবার
৬৩. ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪. ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫. (সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬. বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭. হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮. আরপুলির ঘোষ পরিবার
৬৯. বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০. তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১. সিমলার বসু পরিবার
৭২. মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩. হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪. পাইকপাড়া রাজ পরিবার
৭৫. রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬. দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭. অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮. বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯. কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০. জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১. শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২. কামারপুকুরের সেন পরিবার
৮৩. রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪. বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫. বাগবাজারের সোম পরিবার
৮৬. আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭. দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮. শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯. বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০. জোড়াসাঁকোর পাল পরিবার
৯১. চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২. দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩. (কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪. অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫. কাশিমবাজারের রাজপরিবার
৯৬. মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭. রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮. বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন