দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ

লোকনাথ ঘোষ

দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ

ফরাসী সরকারের দেওয়ান কালীচরণ ঘোষ থেকে এই বংশের ইতিহাসের সূত্রপাত। কালীচরণের পুত্র রামদুলাল চন্দননগর ছেড়ে কলকাতায় বসবাসের জন্য চলে আসেন– সে সময় ইংরেজরা এখানে কেনাবেচার ব্যবসা শুরু করেছেন। পর্তুগীজ বণিকদের কলকাতার এজেন্ট হয়ে তিনি ধনী হয়ে ওঠেন। ইউরোপীয় ও দেশীয় উচ্চতর সমাজের মহাসমারোহপূর্ণ কত রজনী যেখানে অতিবাহিত হয়েছে, এদেশীয় অভিজাত মহল যেখানে মহামান্য প্রিন্স অব ওয়েস্‌েেক সংবর্ধনা জানিয়েছিলেন, সেই সুবিখ্যাত ‘বেলগাছিয়৷ ভিলা’ প্রথমে ছিল এই রামদুলাল ঘোষের ‘বাগানবাড়ি; তাঁর কাছ থেকে বাগানবাড়িটি কিনে দ্বারকানাথ ঠাকুর তার নানান উন্নতিসাধন করে নাম দেন ‘বেলগাছিয়া ভিলা’। এই সুন্দর ‘ভিলা’ এখন পাইকপাড়ার রাজাদের সম্পত্তি। রামদুলালের মৃত্যু হয় ১০৮ বছর বয়সে। তাঁর পুত্র রামধন ঘোষও কয়েকটি ইউরোপীয় বণিক প্রতিষ্ঠানের এজেন্ট ছিলেন– এই রামধনই ভারতীয়দের মধ্যে প্রথম নীলকুঠির প্রতিষ্ঠাতা– তাঁর নীলকুঠি ছিল বিহারে। নীলের ব্যবসায়ে এবং ভগ্নীপতির (বা শ্যালকের) জামিনদার হয়ে রামদুলাল সর্বস্বান্ত হয়ে যান, তাঁর সকল সম্পত্তি বিক্রি হয়ে যায়। তাঁর তিন পুত্র : রসিকলাল, দ্বারকানাথ এবং ভুবনমোহন। এঁদের মধ্যে প্রথম দু’জন দক্ষতা, কর্মক্ষমতা এবং অনুসন্ধিৎসা দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হতে সক্ষম হন।

রসিকলালের জন্ম ১৮১৭-তে। তাঁর শিক্ষা শুরু হয় রাজা রামমোহন রায়ের বিদ্যালয়ে। মানবপ্রেমিক এবং এদেশীয়দের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারে পরম উৎসাহী ডেভিড় হেয়ারের কাছ থেকে রসিকলাল তাঁর ইংরেজি জ্ঞানের জন্য প্রশংসাপত্র লাভ করেন। বীরভূমের সিংহ পরিবারে শিক্ষক হয়ে তিনি কর্মজীবন শুরু করেন। পরে ভারতের অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানীর চাকরি পান তাঁর শিক্ষা, জ্ঞান ও কর্মদক্ষতার জন্য তিনি (স্যার) জে পি গ্র্যান্ট, হবহাউস, আর পি হ্যারিসন, ই পি হ্যাংরিসন ডবল মেপল্স এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হন। ধীরে ধীরে তিনি ঐ অফিসের চীফ্ অ্যাসিস্ট্যান্ট এবং পরে গেজেটেড্ অফিসারের পদে উন্নীত হন। কর্মোপলক্ষে তিনি যে সকল ইউরোপীয়ের সংস্পর্শে আসেন তাঁদের সকলেরই শ্রদ্ধা অর্জনে সক্ষম হন। রসিকলাল ধর্মপ্রাণ নিষ্ঠাবান হিন্দু ছিলেন; তাঁর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল মাতৃভক্তি; তাঁর মা ভারতের দূর দূরান্তরে অবস্থিত তীর্থক্ষেত্রে যাবার বাসনা করলে, তিনি সানন্দে সে ব্যয় বহন করেন। মহাধূমধামের সঙ্গে তিনি পূজাপার্বণের অনুষ্ঠান করতেন এবং ঐ সকল অনুষ্ঠান উপলক্ষে ব্রাহ্মণ, পন্ডিত, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে যত্ন ও শ্রদ্ধার সঙ্গে আপ্যায়িত করতেন। দরিদ্রের প্রতিও তাঁর গভীর সহানুভূতি ছিল। আট পুত্র রেখে ৫২ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র গোপাললাল কুচবিহারের মাননীয় মহারাজার মুদ্রণ বিভাগের অধীক্ষক।

দ্বারকানাথও শিক্ষিত মানুষ ছিলেন। জ্যেষ্ঠের মতো তিনিও মিলিটারি অ্যাকাউন্টস অফিসে সম্মানিত পদে উন্নীত হতে পেরেছিলেন। ইনিও জ্যেষ্ঠের মতো মাতৃভক্ত ছিলেন। দুই ভাই-ই মায়ের মৃত্যুর পূর্বে পরলোকগমন করেন। মা, হরিমনি দাসী পুরীধাম যান চৌদ্দবার, হরিদ্বার তিনবার, বৃন্দাবন আটবার এবং অন্যান্য তীর্থক্ষেত্রেও এইভাবে ভ্রমণ করেন। শেষ বয়সে তিনি বারাণসীতে থাকতেন। সেখানে ৮৫ বছর বয়সে ১৮৮০-তে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি কনিষ্ঠ পুত্র ভুবনমোহন, দুই কন্যা ও বহু নাতিনাতনী রেখে যান।

রামধনের তৃতীয় পুত্র ভুবনমোহনের তিন পুত্র। তাঁর মধ্যম পুত্র দেবনাথকে তাঁর মেজদাদা দ্বারকানাথ তাঁর জীবিতকালেই পোষ্যপুত্ররূপে গ্রহণ করেন।

সকল অধ্যায়

১. নবাব আমির আলি খান বাহাদুর
২. পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩. পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪. কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫. শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬. রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭. জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮. বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯. সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০. পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১. হাটখোলার দত্ত পরিবার
১২. ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩. ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪. কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫. জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬. পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭. টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮. সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯. বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০. জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১. জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২. বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩. বড়বাজারের মল্লিক পরিবার
২৪. সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫. রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬. জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭. শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮. মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯. বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০. রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১. রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২. রামকোমল সেন
৩৩. হরিমোহন সেন
৩৪. মুরলীধর সেন
৩৫. হরিমোহন সেনের পুত্রগণ
৩৬. নরেন্দ্রনাথ সেন
৩৭. বিহারীলাল গুপ্ত
৩৮. পিয়ারীমোহন সেন
৩৯. কলুটোলার সেন পরিবার
৪০. রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১. ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২. রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩. কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪. মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫. মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬. রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭. রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮. কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯. নবীনচন্দ্র সেন
৫০. কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১. মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২. দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩. দ্বারকানাথ ঠাকুর
৫৪. অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫. প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬. রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭. দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮. কৃষ্ণবিহারী সেন
৫৯. কেশবচন্দ্র সেন
৬০. কলকাতার শেঠ ও বসাকগণ
৬১. রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২. ঠাকুর পরিবার
৬৩. ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪. ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫. (সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬. বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭. হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮. আরপুলির ঘোষ পরিবার
৬৯. বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০. তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১. সিমলার বসু পরিবার
৭২. মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩. হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪. পাইকপাড়া রাজ পরিবার
৭৫. রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬. দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭. অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮. বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯. কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০. জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১. শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২. কামারপুকুরের সেন পরিবার
৮৩. রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪. বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫. বাগবাজারের সোম পরিবার
৮৬. আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭. দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮. শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯. বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০. জোড়াসাঁকোর পাল পরিবার
৯১. চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২. দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩. (কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪. অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫. কাশিমবাজারের রাজপরিবার
৯৬. মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭. রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮. বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন