ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা

লোকনাথ ঘোষ

ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা

ডাঃ যদুনাথ মুখার্জি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্‌সিয়েট অব মেডিসিন অ্যান্ড সার্জারী। বাঙলা ভাষায় চিকিৎসা শাস্ত্রের ওপর বেশ কয়েকখানি বই লিখে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। ১৮৩৯-এর সেপ্টেম্বরে নদীয়া জেলার শান্তিপুরে মাতুলালয়ে তাঁর জন্ম। অবশ্য, এখানে তাঁর পূর্বপুরুষদেরও বাস ছিল। শান্তিপুর থেকে রানাঘাট ও বনগাঁর মধ্যবর্তী স্থানে অবস্থিত গরীবপুরে বাসস্থান স্থানান্তরিত করেন তাঁর সাধুপ্রকৃতির প্রপিতামহ।

যদুনাথের বাল্যশিক্ষা শুরু হয় গ্রাম্য পাঠশালায়। ছেলেবেলা থেকেই তিনি পরিচ্ছন্নতাবোধ ও অধ্যয়নপ্রিয়তার জন্য সকলের নজর কেড়েছেন। তাঁর ন’ বছর বয়সে তাঁকে মূলনাথের ইংরেজি বিদ্যালয়ে পাঠানো হয়। বিদ্যালয়টি পরিচালিত হত মিশনারী আদর্শে। মিঃ জেমস ফরলঙ নামক এক নীলকর এর সম্পূর্ণ ব্যয় বহন করতেন; নীলকরদের ব্যতিক্রম এই জেমকস ফরলঙ ছিলেন সুশিক্ষিত ও মানব দরদী। ১৮৫২তে তাঁকে ভর্তি করা হয় কৃষ্ণনগর কলেজে। এখানে তৃতীয় বর্ষ পর্যন্ত পড়ে তিনি কলেজ ছাড়েন এবং প্রায় সঙ্গে সঙ্গেই শিক্ষকতার একটি চাকরি পেয়ে যান ৷ সারাটা কলেজ জীবন তিনি কঠিন ডিপেপসিয়া রোগে ভুগেছেন। এর থেকেই তাঁর ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারিত হয়। তিনি স্থির করেন স্বয়ং ডাক্তার হয়ে তিনি নিজের চিকিৎসা করবেন। বাল্যকাল থেকেই অত্যন্ত জেদী যদুনাথ ১৮৬০-এর জুন মাসে মেডিক্যাল কলেজে ভর্তি হন এবং স্নাতক হন ১৮৬৫তে। তাঁর ডাক্তারি শিক্ষার চতুর্থ বর্ষে, ধাত্রীর অকর্মণ্যতা ও অজ্ঞতার জন্য তাঁর প্রথম সন্তানের মৃত্যু হয়। এতে তিনি মনে অত্যন্ত আঘাত পান এবং স্থির করেন দেশবাসিগণ এমন দুর্ভাগ্য যাতে এড়াতে পারেন তার জন্য ধাত্রীদের শিক্ষার উপযোগী একখানি বই লিখবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী তিনি ‘ধাত্রীশিক্ষা’ নামক একখানি বই লেখেন। বইটি এতই জনপ্রিয়তা লাভ করে যে, বাঙলার প্রায় প্রতিটি শিক্ষিত পরিবারেই এটি স্থানলাভ করে। এরপর তিনি আরও কয়েকখানি বই লেখেন; তাদের প্রতিটি প্রথমখানির মতো প্রয়োজনীয় ও জনপ্রিয়। চিকিৎসা ব্যবসায়েও তিনি সাফল্য লাভ করেছেন; কিন্তু চিকিৎসা-বিজ্ঞানের ওপর বই লিখে দেশবাসীর বৈজ্ঞানিক চিন্তাধারার উন্নয়ন ও মঙ্গলসাধন করার জন্য তিনি অধিক সময় ব্যয় করেন। তাঁর লিখিত প্রধান প্রধান পুস্তকের তালিকা :

১. ধাত্রীশিক্ষা

২. শরীর পালন

৩. উদ্ভিদ বিচার (উদ্ভিদবিজ্ঞান বিষয়ক সচিত্র পুস্তক)

৪. চিকিৎসা-বিজ্ঞান (চিকিৎসকদের জন্য বাংলায় লিখিত পুস্তক)

৫. রোগ বিচার (রোগের নিদান ও চিকিৎসা সম্পর্কিত)

৬. এশিয়াটিক কলেরার চিকিৎসা সম্পর্কিত একখানি পুস্তক

৭. ম্যালেরিয়া জ্বরে কুইনিনের প্রয়োগ সম্পর্কিত একখানি পুস্তক

৮. শিশু চিকিৎসার উপর একখানি পুস্তক

৯. চিকিৎসা কল্পদ্রুম, ১ম খণ্ড (চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ)

১০. সরল জ্বর চিকিৎসা, ১ম খণ্ড (ম্যালেরিয়া ও অন্যান্য জ্বরের চিকিৎসা বিষয়ক)

১১. শরীর পালন পুস্তকখানির ইংরেজি অনুবাদ।

নিজের পেশাগত ব্যবসায়ের দিক উপেক্ষা করে তিনি এদেশীয় অল্পশিক্ষিত চিকিৎসকদের পেশাগতভাবে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতার অংশভাগ করেছেন। এছাড়া ইংরেজি পড়তে অক্ষম চিকিৎসকদের জন্য চিকিৎসা বিজ্ঞানের ওপর লেখা ইংরেজি পুস্তক থেকে আহরিত জ্ঞানও তিনি বিতরণ করেছেন। দেশবাসীর মঙ্গলকামী এমন মানুষ আমাদের পরম শ্রদ্ধার পাত্ৰ ৷

সকল অধ্যায়

১. নবাব আমির আলি খান বাহাদুর
২. পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩. পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪. কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫. শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬. রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭. জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮. বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯. সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০. পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১. হাটখোলার দত্ত পরিবার
১২. ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩. ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪. কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫. জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬. পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭. টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮. সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯. বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০. জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১. জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২. বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩. বড়বাজারের মল্লিক পরিবার
২৪. সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫. রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬. জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭. শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮. মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯. বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০. রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১. রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২. রামকোমল সেন
৩৩. হরিমোহন সেন
৩৪. মুরলীধর সেন
৩৫. হরিমোহন সেনের পুত্রগণ
৩৬. নরেন্দ্রনাথ সেন
৩৭. বিহারীলাল গুপ্ত
৩৮. পিয়ারীমোহন সেন
৩৯. কলুটোলার সেন পরিবার
৪০. রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১. ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২. রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩. কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪. মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫. মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬. রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭. রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮. কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯. নবীনচন্দ্র সেন
৫০. কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১. মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২. দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩. দ্বারকানাথ ঠাকুর
৫৪. অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫. প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬. রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭. দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮. কৃষ্ণবিহারী সেন
৫৯. কেশবচন্দ্র সেন
৬০. কলকাতার শেঠ ও বসাকগণ
৬১. রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২. ঠাকুর পরিবার
৬৩. ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪. ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫. (সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬. বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭. হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮. আরপুলির ঘোষ পরিবার
৬৯. বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০. তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১. সিমলার বসু পরিবার
৭২. মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩. হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪. পাইকপাড়া রাজ পরিবার
৭৫. রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬. দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭. অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮. বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯. কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০. জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১. শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২. কামারপুকুরের সেন পরিবার
৮৩. রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪. বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫. বাগবাজারের সোম পরিবার
৮৬. আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭. দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮. শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯. বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০. জোড়াসাঁকোর পাল পরিবার
৯১. চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২. দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩. (কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪. অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫. কাশিমবাজারের রাজপরিবার
৯৬. মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭. রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮. বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন