বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

লোকনাথ ঘোষ

বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

দেওয়ান কৃষ্ণকান্ত সেনের পৌত্র ও বাবু লালমোহন সেনের পুত্র বাবু রামদাস সেন বহরমপুরের একজন সম্ভ্রান্ত জমিদার। বর্তমানে তাঁর বয়স ত্রিশ বছর মাত্র, জনসাধারণের মধ্যে ইনি “সাহিত্যিক জমিদার” নামে পরিচিত। বাস্তবে তিনি একজন পুরাতত্ত্ববিদ। ডাঃ এম মিচেলের বিদুষী পত্নী শ্রীমতী মারে মিচেল তাঁর ‘ইন ইন্ডিয়া’ নামক ভ্রমণ বৃত্তান্তে বাবু রামদাস সম্পর্কে লিখেছেন :

“দেখলাম ইনি অত্যন্ত বুদ্ধিমান, সুশিক্ষিত এবং একান্ত বিনয়ী মানুষ। এই তরুণ জমিদারের সঙ্গে ডাঃ মিচেলের মনোগ্রাহী আলোচনা হয়, তাঁর মতে বাবু রামদাস সেন সংস্কৃতে গভীর পান্ডিত্যের অধিকারী।”

তাঁর কবিতা ও সনেটের একখানি পুস্তক প্রকাশিত হয়েছে। ভারতের পুরাতত্ত্ব সম্পর্কে তিনি বঙ্গদর্শন পত্রিকায় বিশেষ পান্ডিত্যপূর্ণ বেশ কয়েকটি প্রবন্ধ লিখেছেন। প্রকাশিত এই সকল প্রবন্ধ “ঐতিহাসিক রহস্য” নামে পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। অনুমতি নিয়ে তিনি পুস্তকখানি ডাঃ ম্যাক্সমুলারকে উৎসর্গ করেন। লন্ডনের ওরিয়েন্টাল কংগ্রেসে উক্ত মহাপন্ডিত পুস্তকখানির বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, বিশেষ দক্ষতার সঙ্গে মিঃ বার্গেস ‘অ্যান্টিকুইরি’ নামক পত্রিকা পরিচালনা করেছেন; এতে ত্রিবাঙ্কুরের মাননীয় রাজা বহরমপুরের জমিদার রামদাস সেন, কাশীনাথ টি তেলাং, শেষাদ্রী শাস্ত্রী ও অপর কয়েকজনের মূল্যবান প্রবন্ধ প্রকাশিত হয়েছে; প্রবন্ধগুলি ইউরোপীয় পন্ডিতবর্গের নিকট একাধারে আকর্ষণীয় এবং শিক্ষাপ্রদ। পুস্তকখানি সম্পর্কে ক্যালকাটা রিভিউ মন্তব্য করেন, ‘ভারতীয় ইতিবৃত্তের বিপুল কিন্তু অবিন্যস্ত উপকরণসমূহকে ইতিহাসাশ্রয়ী একটা রূপ দেবার মহৎ ও পরিশ্রমসাধ্য যে উদ্যম আমাদের দেশবাসীর মধ্যে দেখা যাচ্ছে, তারই এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হল এই “ঐতিহাসিক রহস্য” পুস্তকখানি। কয়েক খন্ডে পুস্তকখানি সমাপ্ত হবে; এর দ্বিতীয় খন্ডের মুদ্রণ চলছে এবং তৃতীয় খন্ডটি প্রস্তুতির পথে। আধুনিক বৌদ্ধতাত্ত্বিক গবেষণা বিসয়ে বাবু রামদাস সেনের বক্তৃতা প্রসঙ্গে মন্তব্য করে ‘ন্যাশন্যাল ম্যাগাজিন’ লেখে, “সফল পুরাতাত্ত্বিকের সকল গুণই বাবু রামদাস সেনের আছে।” সাহিত্য ও গবেষণাকার্যে লিপ্ত থাকা ছাড়াও, তিনি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল, এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচারাল সোসাইটি অব ইন্ডিয়া, সাংসকৃট টেক্সট সোসাইটি অব লন্ডন, অ্যাকাডেমিয়া ওরিয়েনতেল ফ্লোরেন্স প্রভৃতির সদস্য।

মুর্শিদাবাদ, ২৪ পরগণা, হুগলী, নদীয়া, দিনাজপুর, মেদিনীপুর, প্রভৃতি জেলাতে তাঁর জমিদারী আছে। বহরমপুরে তাঁর একটি অতিথিশালা আছে, সেখানে প্রতিদিন বহুসংখ্যক দরিদ্রনারায়ণকে আহার্য দান করা হয়।


অধ্যায় ৯৮ / ৯৮

সকল অধ্যায়

১. নবাব আমির আলি খান বাহাদুর
২. পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩. পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪. কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫. শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬. রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭. জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮. বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯. সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০. পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১. হাটখোলার দত্ত পরিবার
১২. ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩. ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪. কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫. জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬. পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭. টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮. সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯. বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০. জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১. জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২. বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩. বড়বাজারের মল্লিক পরিবার
২৪. সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫. রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬. জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭. শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮. মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯. বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০. রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১. রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২. রামকোমল সেন
৩৩. হরিমোহন সেন
৩৪. মুরলীধর সেন
৩৫. হরিমোহন সেনের পুত্রগণ
৩৬. নরেন্দ্রনাথ সেন
৩৭. বিহারীলাল গুপ্ত
৩৮. পিয়ারীমোহন সেন
৩৯. কলুটোলার সেন পরিবার
৪০. রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১. ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২. রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩. কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪. মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫. মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬. রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭. রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮. কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯. নবীনচন্দ্র সেন
৫০. কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১. মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২. দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩. দ্বারকানাথ ঠাকুর
৫৪. অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫. প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬. রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭. দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮. কৃষ্ণবিহারী সেন
৫৯. কেশবচন্দ্র সেন
৬০. কলকাতার শেঠ ও বসাকগণ
৬১. রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২. ঠাকুর পরিবার
৬৩. ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪. ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫. (সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬. বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭. হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮. আরপুলির ঘোষ পরিবার
৬৯. বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০. তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১. সিমলার বসু পরিবার
৭২. মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩. হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪. পাইকপাড়া রাজ পরিবার
৭৫. রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬. দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭. অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮. বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯. কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০. জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১. শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২. কামারপুকুরের সেন পরিবার
৮৩. রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪. বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫. বাগবাজারের সোম পরিবার
৮৬. আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭. দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮. শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯. বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০. জোড়াসাঁকোর পাল পরিবার
৯১. চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২. দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩. (কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪. অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫. কাশিমবাজারের রাজপরিবার
৯৬. মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭. রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮. বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন