রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর

লোকনাথ ঘোষ

রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর

রাজা রাধাকান্ত দেব, বাহাদুর, কে সি এস আই-এর মধ্যম পুত্র রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুরের জন্ম ১৮১৫-র জুন মাসে। মহারাজা নবৃকৃষ্ণের বংশের বড় তরফের সন্তান, এবং দেব পরিবারের জীবিত পুরুষদের মধ্য প্রবীণতম ব্যক্তি রাজেন্দ্রনারায়ণকে সরকার ‘রাজা’ পদবী ও মর্যাদা দিয়ে সম্মানিত করেন। ‘খিলাত’ অর্থাৎ ঢাল তলোয়ার ও রত্নও যথারীতি পদবীর সঙ্গে দেওয়া হয়। এ বিষয়ে সরকারী পত্রের সারসংক্ষেপ নিম্নে দেওয়া হল :

‘বর্তমান শতাব্দীর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও বিশিষ্টতম এদেশীয় ভদ্রলোক ছিলেন রাজা রাধাকান্ত দেব; কুমার রাজেন্দ্রনারায়ণ দাব তাঁর একমাত্র জীবিত পুত্র। পাণ্ডিত্যের জন্য রাজা (রাধাকান্ত) শুধু এদেশেই নয়, ইউরোপেও খ্যাতি অর্জন করেছিলেন; কিন্তু তা ছাড়াও তিনি তাঁর চারিত্রিক মাহাত্ম ও পবিত্রতার জন্য সর্ব সম্প্রদায়ের মানুষের কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত ছিলেন। ছোটলাট-বাহাদুর বিশ্বাস করেন যে, এরূপ সমুন্নত গুণাবলী সমন্বিত পিতার সন্তানকে (রাজা) পদবীতে ভূষিত করলে এদেশীয় জনগণ আনন্দিত হবেন। পিতার গুণাবলীর অধিকারী তিনি নন, একথা সত্য, তবু পুত্রকে সম্মানিত করারও যথোপযুক্ত কারণ আছে বলে ছোট লাটবাহাদুর মনে করেন। এজন্য তিনি সুপারিশ করছেন যে, যে বংশের প্রধান পুরুষকে পুরুষানুক্রমে রাজাবাহাদুর পদবীতে ভূষিত করে আসা হচ্ছে, সেই বংশের একমাত্র জীবিত বংশধরকে এই পদবী দ্বারা সম্মানিত সব দিক দিয়েই যুক্তিযুক্ত ও উপযুক্ত।’

১ মে, ১৮৬৯-এর গেজেট অব ইন্ডিয়াতে প্রকাশিত ৩০ এপ্রিল ১৮৬৯-এর ৫৯৩ সংখ্যক (রাজনৈতিক) বিজ্ঞপ্তিটি ছিল নিম্নরূপ :

‘পরলোকগত রাজা রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই-এর গুণাবলীর এবং ব্রিটিশ রাজের প্রতি এই বংশের সেবার স্বীকৃতিস্বরূপ, সপারিষদ ভাইসরয় তথা গভর্নর জেনারেল তাঁর (রাধাকান্তর) পুত্রকে ব্যক্তিগত সম্মাননা হিসাবে ‘রাজা’ বাহাদুর’ পদবী দ্বারা ভূষিত করিতেছেন।

১৮৭০-এর সরকারী একটি আদেশ বলে রাজা ব্রজেন্দ্রনারায়ণকে যে কোনো দেওয়ানী আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হবার অধিকার দেওয়া হয়। তিনি অত্যন্ত নিষ্ঠাবান হিন্দু এবং তাঁর পূর্বপুরুষদের ধর্ম সংরক্ষণে তাঁর উৎসাহ ও উদ্যমের জন্য তিনি হিন্দু সম্প্রদায়ের নিকট অত্যন্ত প্রিয়। সংস্কৃত পণ্ডিতদের তিনি বিশেষরূপে পৃষ্ঠপোষকতা করেন; ভদ্র, নম্র এবং অমায়িক ব্যবহারের জন্য তিনি সর্বসাধারণের ভালবাসা ও শ্রদ্ধা পাত্র। তিনি ‘কায়স্থ কুল সঙ্ঘ রক্ষিণী সভার সভাপতি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভ্য এবং কিছুকালের জন্য ‘সনাতন ধর্ম রক্ষিণী সভা’র অন্যতম সহকারী সভাপতি। তাঁর জমিদারীতে তিনি বেশ কয়েকটি পুষ্করিণী খনন করিয়েছেন এবং তাঁর রায়তদের সন্তানদের শিক্ষার জন্য বহু পাঠশালা স্থাপন করেছেন। কলকাতার কুমারটুলিতে একটি শ্মশানঘাট নির্মাণের জন্য তিনি উদারভাবে অর্থ সাহায্য করেন। জনগণের মঙ্গলজনক কাজে তাঁর উদার দানের হস্ত সব সময়ই প্রসারিত থাকে। রাজা রাজেন্দ্রনারায়ণের বয়স এখন ৬৬ বছর ৷

তাঁর একমাত্র পুত্র কুমার গিরীন্দ্রনারায়ণ দেব বর্ধমানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের সরকারী চাকরি করছেন।

সকল অধ্যায়

১. নবাব আমির আলি খান বাহাদুর
২. পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩. পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪. কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫. শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬. রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭. জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮. বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯. সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০. পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১. হাটখোলার দত্ত পরিবার
১২. ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩. ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪. কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫. জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬. পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭. টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮. সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯. বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০. জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১. জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২. বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩. বড়বাজারের মল্লিক পরিবার
২৪. সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫. রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬. জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭. শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮. মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯. বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০. রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১. রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২. রামকোমল সেন
৩৩. হরিমোহন সেন
৩৪. মুরলীধর সেন
৩৫. হরিমোহন সেনের পুত্রগণ
৩৬. নরেন্দ্রনাথ সেন
৩৭. বিহারীলাল গুপ্ত
৩৮. পিয়ারীমোহন সেন
৩৯. কলুটোলার সেন পরিবার
৪০. রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১. ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২. রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩. কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪. মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫. মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬. রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭. রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮. কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯. নবীনচন্দ্র সেন
৫০. কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১. মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২. দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩. দ্বারকানাথ ঠাকুর
৫৪. অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫. প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬. রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭. দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮. কৃষ্ণবিহারী সেন
৫৯. কেশবচন্দ্র সেন
৬০. কলকাতার শেঠ ও বসাকগণ
৬১. রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২. ঠাকুর পরিবার
৬৩. ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪. ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫. (সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬. বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭. হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮. আরপুলির ঘোষ পরিবার
৬৯. বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০. তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১. সিমলার বসু পরিবার
৭২. মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩. হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪. পাইকপাড়া রাজ পরিবার
৭৫. রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬. দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭. অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮. বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯. কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০. জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১. শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২. কামারপুকুরের সেন পরিবার
৮৩. রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪. বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫. বাগবাজারের সোম পরিবার
৮৬. আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭. দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮. শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯. বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০. জোড়াসাঁকোর পাল পরিবার
৯১. চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২. দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩. (কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪. অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫. কাশিমবাজারের রাজপরিবার
৯৬. মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭. রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮. বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন