জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ

লোকনাথ ঘোষ

জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ

২৪ পরগণা জেলার কেতিয়াটি গ্রামের রাজা রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের প্রপৌত্র এবং রামসুন্দর বন্দ্যোপাধ্যায়ের মধ্যম পুত্র দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায় গ্রাম থেকে কলকাতায় বসবাসের জন্য চলে আসেন। পাটনায় সরকারী আফিম কুঠির দেওয়ান হিসাবেই তিনি নিজ ভাগ্য ফিরিয়ে নেন। ইংরেজি ও ফার্সী ভাষায় তাঁর ভাল দখল থাকায়, কলকাতার ইউরোপীয় ও ভারতীয় সমাজ তাঁকে বিশেষ শ্রদ্ধা করতেন। নিষ্ঠাবান হিন্দু, কয়েকটি দাতব্য ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। নিমতলায় তিনি একটি স্নানের ঘাট নির্মাণ করে তদানীন্তন বড়লাট লর্ড ইউলিয়াম বেন্টিঙ্কের নামে উৎসর্গ করেন এবং তাঁর প্রতিষ্ঠিত দেবী আনন্দময়ীর মন্দিরটি বর্তমানে কলকাতার প্রাচীনতম মন্দিরগুলির অন্যতমরূপে পরিগণিত।

মৃত্যুকালে রাধামাধব তাঁর পাঁচ পুত্র নবকৃষ্ট, গোপালকৃষ্ট, শিবকৃষ্ট এবং তারাকৃষ্টর জন্য কলকাতা ও তার আশেপাশে ভূসম্পত্তি, উড়িষ্যার কয়েকটি জেলায় জমিদারী এবং প্রভূত অর্থ রেখে যান। তাঁর প্রথম, চতুর্থ ও পঞ্চম পুত্র নিঃসন্তান ছিলেন, দ্বিতীয় ও তৃতীয়ের দুটি করে কন্যাসন্তান ছিল।

দেওয়ান রাধামাধবের চতুর্থ পুত্র শিবকৃষ্ট তাঁর অন্য ভাইদের পরেও বেঁচে ছিলেন; তিনি বন্দ্যোপাধ্যায় পরিবারের বর্তমান কর্তা বাবু ননীমোহন বন্দ্যোপাধ্যায়কে দত্তক নেন। শিবকৃষ্টবাবু কলকাতার প্রভাবশালী জমিদার হিসাবে খ্যাত ছিলেন। ইংরেজি শিক্ষা তিনি ভালই পেয়েছিলেন আর তার সঙ্গে পেয়েছিলেন ইংরেজদের মতো কর্মোদ্যম ও তেজ। কলকাতায় তিনি ঘোড়া-ও-গাড়ি-প্রিয় মানুষ হিসাবে পরিচিত ছিলেন। ঘোড়া ও গাড়িও তাঁর ছিল বহু প্রকারের। এক সময় তিনি ছিলেন কলকাতার সর্বশ্রেষ্ঠ ঘোড়সওয়ার। আর একথাও সকলেই জানেন, তিনি ফিটন হাঁকিয়ে যাবার সময় যে-কেউই তাঁর সামনে পড়ুক, তারই উপর তিনি চাবুক চালাতেন। এজন্য বহু লোকই তাঁকে অপছন্দ করতেন, অনেকে তাঁর ভীষণ শত্রুও হয়ে পড়েন। অবশ্য, উচ্চ, মুক্ত, সম্মানপূর্ণ এই জীবন থেকে শীঘ্রই তাঁর পতন হয়। নিজেরই পৈতৃক সম্পত্তির বিষয়ে জালিয়াতির অভিযোগে জড়িয়ে পড়ায় ১৪ বছরের জন্য তাঁর দ্বীপান্তর দন্ড হয়। শাস্তির পুর্ণ সময় আন্দামন কাটাবার পর, পোর্ট ব্লেয়ার থেকে ফেরার পথে দূর্ভাগ্যবশত জাহাজে তাঁর মৃত্যু হয়। শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর মতো তিনি নির্বাসনের পূর্বে হুগলী জেলার মাহেশের রথযাত্রার ব্যয় নির্বাহের যথোপযুক্ত ব্যবস্থা করে গিয়েছিলেন; তাঁর দত্তক পুত্র ননীমোহন বন্দ্যোপাধ্যায় সৎ চরিত্রের মানুষ; যুবক হলেও ইতিমধ্যে তিনি বাংলা, সংস্কৃত, ইংরেজি ও ফার্সী ভাষায় ব্যুৎপত্তি লাভ করেছেন। তিনি হিন্দু ধর্ম শাস্ত্রের বিধি মনে চলেন। তিনি দুই পুত্রের পিতা –দুজনই এখনও শিশু।

সকল অধ্যায়

১. নবাব আমির আলি খান বাহাদুর
২. পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩. পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪. কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫. শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬. রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭. জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮. বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯. সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০. পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১. হাটখোলার দত্ত পরিবার
১২. ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩. ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪. কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫. জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬. পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭. টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮. সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯. বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০. জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১. জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২. বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩. বড়বাজারের মল্লিক পরিবার
২৪. সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫. রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬. জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭. শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮. মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯. বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০. রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১. রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২. রামকোমল সেন
৩৩. হরিমোহন সেন
৩৪. মুরলীধর সেন
৩৫. হরিমোহন সেনের পুত্রগণ
৩৬. নরেন্দ্রনাথ সেন
৩৭. বিহারীলাল গুপ্ত
৩৮. পিয়ারীমোহন সেন
৩৯. কলুটোলার সেন পরিবার
৪০. রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১. ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২. রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩. কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪. মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫. মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬. রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭. রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮. কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯. নবীনচন্দ্র সেন
৫০. কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১. মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২. দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩. দ্বারকানাথ ঠাকুর
৫৪. অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫. প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬. রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭. দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮. কৃষ্ণবিহারী সেন
৫৯. কেশবচন্দ্র সেন
৬০. কলকাতার শেঠ ও বসাকগণ
৬১. রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২. ঠাকুর পরিবার
৬৩. ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪. ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫. (সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬. বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭. হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮. আরপুলির ঘোষ পরিবার
৬৯. বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০. তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১. সিমলার বসু পরিবার
৭২. মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩. হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪. পাইকপাড়া রাজ পরিবার
৭৫. রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬. দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭. অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮. বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯. কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০. জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১. শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২. কামারপুকুরের সেন পরিবার
৮৩. রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪. বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫. বাগবাজারের সোম পরিবার
৮৬. আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭. দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮. শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯. বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০. জোড়াসাঁকোর পাল পরিবার
৯১. চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২. দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩. (কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪. অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫. কাশিমবাজারের রাজপরিবার
৯৬. মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭. রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮. বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন