চার্লিগঞ্জের পশ্চিম দিকে ও ভৈরবতীর থেকে দক্ষিণে শেখপাড়ার উত্তর সীমা পর্যন্ত কিছু সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বসতি মিয়াবাগ নামে পরিচিত ছিল (জনৈক মহম্মদ ফয়েজ উল্লাহ এখানে প্রথম বাসস্থান করে মিয়াবাগ নাম রাখেন)। মিয়াবাগে সম্ভবতঃ চার্লিগঞ্জের সমসময়ে বা তার কিছু আগে মুর্শিদাবাদ ও যশোরের খড়কি থেকে আরও কয়েকটি মুসলিম পরিবার এসে বসতি করেন এবং যতদূর জানা যায় মুর্শিদাবাদ থেকে আসা কোন কোন পরিবার স্বাস্থ্যহানির কারণে মুর্শিদাবাদ ফিরে যান ও বাকীরা মিয়াবাগে স্থায়ীভাবে বসবাস করেন। মিয়াবাগে মিয়াদের (সম্ভ্রান্ত মুসলিমদের মিয়া বলে অভিহিত করা হোত) বসতি স্থাপন সময়ে এ জায়গা ফাঁকা ও মির্জা লালমুহম্মদ-এর জায়গীরভুক্ত তার ওয়ারেশদের অধীন ছিল। মিয়াবাগ বিস্তীর্ণ প্রাচীন শিববাড়ী গ্রামের উত্তর পূর্ব অংশ ও মিয়াদের নির্ধারিত নাম মিয়াবাগ বলে পরিচিত।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন