মহকুমা প্রশাসনের কর্মচারী, প্রশাসকের বাসভবন ও কার্যালয়গুলো, ঝাড়ু দেয়া ও ময়লা পরিষ্কারের জন্যে সরকারী ভাবে বিহার অঞ্চলের কয়েকটি মেথর ও ঝাড়ুদার পরিবার এনে সদর থেকে দূরে তৎকালীন যশোর রোডের পাশে (ক্লে রোড থেকে জোড়া গেট পর্যন্ত) পাওয়ার হাউজের পাশ দিয়ে রেলষ্টেশনে যাওয়ার ডান পাশে, পানির ট্যাঙ্কের দক্ষিণে তাদের বসতি করান হয়। মেথর ও ঝাড়দারদের এখানে বসতি হয় বলে এ জায়গার নাম হয় ঝাড়ুখোলা অর্থাৎ ঝাড়ুদারদের জায়গা। রেল প্রতিষ্ঠার পর এ জায়গা রেল এলাকাভূক্ত হয়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন